কলকাতা

‘আমরা আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করবো, কিষাণ সম্মান নিধি এবং সপ্তম বেতন কমিশন চালু করবো’, আশ্বাস নাড্ডার

আজ হেস্টিংসের বিজেপির দলীয় নির্বাচনী কার্যালয় থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত্‍ প্রকাশ নাড্ডার হাত ধরে সূচনা হয় বিজেপির এই নয়া কর্মসূচির। এবং সেখান থেকেই বিজেপি ২০২১-এ ক্ষমতায় এলে সিন্ডিকেট এবং দুর্নীতিমুক্ত বাংলা গড়া হবে বলেও জানান তিনি। জেপি নাড্ডা বলেন, ‘দুর্নীতি মুক্ত বাংলা বানাতে চাই। কোনও কাটমানি পরিবেশ থাকবে না বাংলায়। সিন্ডিকেট সংস্কৃতিকে রুখব, কয়লা চুরি রুখব। কয়লা পাচার বন্ধ করা হবে।’ ‘ভ্রষ্টাচার, বেআইনি কয়লা খাদান, সিন্ডিকেট রাজ রুখব’, বলেও দৃঢ়তার সঙ্গে জানান জেপি নাড্ডা। আর ‘কয়লা পাচার রুখবোই’, নাড্ডার এই কথার মধ্য দিয়ে কোথাও যেন নাম না করে আবারও উঠে আসে সেই ভাইপো অর্থাত্‍ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ।  এর পাশাপাশি আজ হেস্টিংসের বিজেপির দলীয় নির্বাচনী কার্যালয় থেকে জেপি নাড্ডা বলেন, ‘গ্লোবাল মার্কেটে লোকাল জিনিস নিয়ে যাব। বাংলাকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়া হবে। বাংলা ফের ভারতকে পথ দেখাবে।’ তিনি আরও বলেন, ২০২১-এ ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হলে, ‘প্রধানমন্ত্রী কিষান নিধি প্রকল্পের অন্তর্গত ১৪ হাজার টাকা একসঙ্গে দেওয়া হবে, এককালীন হিসেবে সেই টাকা দেওয়া হবে কৃষকদের, রাজ্যের ৭৩ লাখ কৃষক উপকৃত হবেন এর ফলে’ বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি, ‘৪ কোটি ৬৭ লাখ মানুষকে আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্ভূক্ত করা হবে’ বলেও জানান তিনি। এছাড়াও তিনি বলেন, ‘সপ্তম বেতন কমিশন লাগু করা হবে। কোনো কাটমানি পরিবেশ থাকবেনা বাংলায়। রেফিউজি ওয়েলফেয়ার করা হবে। শূদ্রদের জন্য স্কলারশিপ হবে। নকশালরাজ বন্ধ হবে। এর পাশাপাশি ‘মতুয়াদের স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রেও বিশেষ জোর দেওয়া হবে’ বলেও জানান জেপি নাড্ডা। তিনি আরও বলেন, ‘স্বাধীনতাপূর্ব ভারতের গৌরব ফেরাবই। বাংলার মণীষীদের দেখানো পথে হেঁটেই আমরা রাজ্যকে তাদের পুরোনো গৌরব ফিরিয়ে দিতে চাই। বাংলার গৌরব নষ্ট করার চেষ্টা হয়েছে। সেই হতগৌরব পুনরুদ্ধার করাই আমাদের লক্ষ্য।’ জেপি নাড্ডা বলেন, ‘দেশের ৪০ কোটির মধ্যে ১ কোটি ৯২ লাখ মানুষ বাংলায় জনধন যোজনায় নাম লিখিয়েছেন । দেশের ৮ কোটির ৭৮ লাখ বাংলার মানুষকে গ্যাস দেওয়া হয়েছে। বাংলায় ১ কোটি ৪০ লক্ষ বাড়িতে শৌচাগার ছিল না। আমরা করেছি। রাস্তায় উন্নতি হচ্ছে। বাংলায় ৭ লাখ ৩২ হাজার বাড়িতে বিদ্যুত্‍ ছিল না। আমরা সামাজিক উন্নয়নের জন্য ফ্রি বিদ্যুত্‍ দিচ্ছি।’ এর পাশাপাশি পানীয় জল নিয়েও সরব হন জেপি নাড্ডা। নাড্ডা আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বদ্ধ পরিকর, পশ্চিম এগোলে পূর্বও এগোবে। বাংলার শক্তিপীঠ, পর্যটন কেন্দ্র উন্নত করা হবে। কালী পুজো, দুর্গাপুজোয় বাংলা বঞ্চিত থাকবে না।’