বিদেশ

নীরব মোদিকে ভারতে প্রত্য়র্পণের অনুমতি ব্রিটিশ আদালতের

নীরব মোদিকে নিয়ে রায় দিল ব্রিটেন আদালত। অবশেষে বৃহস্পতিবার এই বিষয়ে রায় দিলেন ডিস্ট্রিক্ট জজ স্যামুয়েল গুজি। নীরব মোদির বিরুদ্ধে যে মামলা গুলি হয়েছে, সেই সব মামলার উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই নীরব মোদিকে অভিযুক্ত প্রতিপন্ন করেছে ব্রিটেনের আদালত। দক্ষিণ-পশ্চিম লন্ডনে ওয়ান্ডওয়ার্থ জেল থেকে ভিডিয়োর মাধ্যমে বৃহস্পতিবারের শুনানিতে হাজির ছিলেন ৪৯ বছরের নীরব মোদি। লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টের বিচারক স্যামুয়েলস জোনস রায় দেন, ভারতীয় আদালতের সামনে তাঁকে হাজির হতে হবে। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে প্রতারণা এবং আর্থিক তছরুপের মামলার প্রতিষ্ঠার জন্য যে প্রমাণ আছে, তাতে আমি সন্তুষ্ট।’ রায়ের অংশ আদালতে পড়ে শোনানোর সময় বিচারক জানান, ব্রিটেনের স্বরাষ্ট্রসচিব প্রীতি প্যাটেলের কাছে রায়ের কপি পাঠিয়ে দেবেন।২০১৮ সালে নীরব মোদির বিরুদ্ধে পঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ১৩ হাজার ৫০০ কোটি টাকার তছরুপের অভিযোগ ওঠে। সে বছরই ইডি নীরব মোদিকে ভারতের ফেরানোর আর্জি জানায় ব্রিটিশ সরকারের কাছে। এরপর ২০১৯ সালের ১৯ মার্চ গ্রেফতার হয় নীরব মোদি।