কয়লাকাণ্ডে কলকাতা সহ ১৬টি জায়গায় একযোগে তল্লাশি চালাল সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার বাঁশদ্রোনীতে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, ওই ব্যবসায়ীর নাম রণধীর বার্নওয়াল। এই ব্যবসায়ীর ডালহৌসিতে চার্টার্ড ফার্মের অফিসেও তল্লাশি চালানো হচ্ছে। সিবিআই আরও সূত্রে খবর, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে কয়লাকাণ্ডে কালো টাকা সাদা করার অভিযোগ রয়েছে। সিবিআইয়ের দাবি, প্রভাবশালী ও পুলিশ আধিকারিকদের টাকা জমা থাকত ওই ব্যবসায়ীর কাছে। নথি খতিয়ে দেখে মিলেছে এই তথ্য। মূলত অনুপ মাঝি ওরফে লালা ও জয়দেব মণ্ডলের যোগসাজশে চলত এই কারবার। সিবিআইয়ের পাশাপাশি ইডিও বিভিন্ন জায়গায় তল্লাশি চালাতে শুরু করেছে। কাঁকুড়গাছি, মানিকতলা, আসানসোল, দুর্গাপুর সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।
এদিকে ইতিমধ্যেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পত্নী রুজিরাকে এক প্রস্ত জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। অভিষেকের স্ত্রীর কাছ থেকে গত ৫ বছরের আয়কর, প্যান কার্ড সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি এই নথি জমা দিতে বলা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।