প্রতিবছর আন্তর্জাতিক নারী দিবসে কর্মসূচি থাকে তৃণমূল কংগ্রেসের। এবছরও থাকছে। ভবানীপুর থেকে যাদবপুর পর্যন্ত পদযাত্রা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল মহিলা কংগ্রেসের ব্যানারে এই কর্মসূচি হবে। জানালেন তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ৮ মার্চ বেলা ১২টার সময় কর্মসূচি শুরু হবে। চন্দ্রিমার বক্তব্য, গত ১০ বছরে নারী শিক্ষা, নারীর ক্ষমতায়নে যুগান্তকারী পদক্ষেপ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে বাড়ির মহিলার নামে। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের কর্মসংস্থান হয়েছে। তাছাড়া রয়েছে কন্যাশ্রী, রূপশ্রীর মতো জনমুখী প্রকল্প। এই বিষয়গুলি এদিন প্রচারে তুলে ধরা হবে।