কোকেন কাণ্ডে বিজেপি নেতা অনুপম হাজরা এবং শঙ্কুদেব পণ্ডাকে নোটিস। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিস দিয়েছে কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ। লালবাজার সূত্রে খবর, অনুপম হাজরা এবং শঙ্কুদেবকে জিজ্ঞাসা করে বেশ কিছু তথ্য মিলতে পারে। প্রসঙ্গত, কোকেন কাণ্ডে ধৃত বিজেপি যুব মহিলা মোর্চা নেত্রী পামেলা গোস্বামী আজ দাবি করেছেন যে রাকেশ সিংয়ের ছেলেও ষড়যন্ত্রে জড়িত আছে। একইসঙ্গে এদিন তিনি রাকেশ সিংয়ের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ করেছেন। আদলত চত্বরে দাঁড়িয়েই পামেলা গোস্বামী অভিযোগ করেন, ‘ঘনিষ্ঠতা’য় বাধা দেওয়ায় তাঁকে শারীরিক নিগ্রহ পর্যন্ত করেন রাকেশ সিং। পামেলার অভিযোগ করেছেন, রাকেশ তাঁকে অন্য নজরে দেখতে শুরু করেছিলেন। তাঁর সঙ্গে ‘অন্য সম্পর্ক’ স্থাপনের জন্য বারবার জোর করছিলেন। তিনি রাজি না হওয়ায়, প্রথমে হুমকি দেওয়া হয়। পরে শারীরিক নিগ্রহ করা হয়।