কলকাতা

আজ বিকেলে কালীঘাটে ওয়ার্কিং কমিটির বৈঠক

আজ বিকেলে পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হবে। ঠিক তার এক ঘণ্টার মধ্যেই কালীঘাটের বাড়িতে দলের ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শীর্ষ নেতৃত্বের এই বৈঠকে ভোটের চূড়ান্ত প্রস্তুতিপর্ব সেরে ফেলা হতে পারে। পাশাপাশি তৃণমূলের প্রার্থী তালিকাও ঘোষণা করা হতে পারে বলে সূত্রের খবর। সাধারণত প্রতিবারই ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীতালিকা ঘোষণা করে দেন। এবারও কি তেমনই হবে? তা নিয়ে এই মুহূর্তে চলছে তুমুল জল্পনা। শুক্রবার বিকেলে দিল্লীর নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করার পর প্রস্তুতি আরও জোরদার হবে, তা বলাই বাহুল্য। এদিক থেকে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অন্যদের থেকে সবসময়ে এগিয়ে থাকে। ভোটের বাদ্যি বেজে উঠলেই প্রার্থী তালিকা প্রস্তুত হতে শুরু হয়। ভোট ঘোষণা হলেও মমতা বন্দ্যোপাধ্যায় কাদের ভোটযুদ্ধে নামাচ্ছেন, সেই সৈনিকদের নামও ঘোষণা করে দেন। সূত্রের খবর, এ বছরও কি ওয়ার্কিং কমিটির বৈঠক থেকে সেই প্রার্থী তালিকাই ঘোষণা করবেন তিনি। সেই অপেক্ষায় রয়েছেন রাজনৈতিক মহল।