নয়াদিল্লিঃ মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা ঘোষণা করলেন আসামে তিন ও কেরালায় এক দফায় ভোট গ্রহণ হবে বলে ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। তামিলনাড়ুতেই বিধানসভা ভোট হবে এক দফায়। কেন্দ্র শাসিত পুদুচেরিতে ভোট হবে একটিই পর্বে। পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচন হবে আট দফায় । পশ্চিমবঙ্গে জারি হয়ে গেল আদর্শ আচারণবিধি । পশ্চিমবঙ্গে ২৭ মার্চ থেকে শুরু প্রথম দফা। ফলপ্রকাশ ২মে । রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিযুক্ত হলেন বিহারের প্রাক্তন সিইও অজয় নায়েক প্রাক্তন । থাকছেন দুই বিশেষ পুলিশ পর্যবেক্ষক মৃণালকান্তি দাস ও বিবেক দুবে । মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার মতে অজয় নায়েক কমিশনের অন্যতম দক্ষ অফিসার । খরচ পর্যবেক্ষণের দায়িত্বে থাকছেন বি মুরলীকুমার । কমিশন জানিয়েছে, এবার এক এক জন প্রার্থী ভোটপ্রচারের ক্ষেত্রে সর্বাধিক ৩৮ লাখের বেশি টাকা খরচ করতে পারবেন না । জঙ্গলমহল থেকেই এবার শুরু হচ্ছে বাংলার ভোটযুদ্ধ ।২৭ মার্চ পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচন । আট দফায় নেওয়া হবে ভোট । দ্বিতীয় দফা ১ এপ্রিল, তৃতীয় দফা ৬ এপ্রিল, চতুর্থ দফা ১০এপ্রিল, পঞ্চম দফা ১৭ এপ্রিল, ষষ্ঠ দফা ২২ এপ্রিল, সপ্তম দফা ২৬ এপ্রিল এবং অষ্টম দফার ভোট হবে ২৯ এপ্রিল । স্বাস্থ্য নিরাপত্তার জন্য এবার পাঁচ রাজ্যেই ভোট কেন্দ্র হতে চলেছে এক তলায়। রাজ্যে পোলিং স্টেশনের সংখ্যা ১লক্ষ ১হাজার ৯১৬টি। ২০১৬ সালের তুলনায় যা ৩১ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। প্রচারের সময় বৃদ্ধি করা হয়েছে। বাড়ি, বাড়ি গিয়ে প্রচারে লোকসংখ্যা নির্দিষ্ট থাকবে। রোড শোয়ে ৫টির বেশি গাড়ি ব্যাবহার করা যাবে না। প্রচারের সময় কোন ফাঁকা মাঠ রয়েছে তার তালিকা আগে থেকেই তৈরি করে কমিশনে জানাতে হবে। প্রার্থীদের মনোনয়ন পেশের সময় ২জন ব্যক্তি ও ২টি গাড়ি ব্যবহার করা যাবে। সব রাজ্যেই পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। কমিশনের তরফে পশ্চিমবঙ্গে পর্যবেক্ষক আজয় নায়েক। বাংলায় দুই বিশেষ পর্যবেক্ষক হলেন বিবেক দুবে এবং মৃণালকান্তি দাস। জানালেন সুনীল অরোরা। ভি মুরলীকুমার বাংলার বিশেষ পর্যবেক্ষক। ৮০ বছরের ঊর্ধ্বের ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন বলে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার।
🔵 করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ৩১ শতাংশ বাড়ানো হচ্ছে বাংলার বুথ। ২০১৬ সালে বুথ সংখ্যা ছিল ৭৭,৪১৩। এবার তা বাড়িয়ে করা হচ্ছে ১ লক্ষ ১ হাজার ৯১৬।
🔵 বুথ বাড়ানোয় বাড়ছে ভোট কর্মী ও নিরাপত্তারক্ষীর সংখ্যা।
🔵 বৃদ্ধ-বৃদ্ধাদের কথা মাথায় রেখে প্রতিটি পোলিং বুথ একতলায় করার নির্দেশ।
🔵 এক ঘণ্টা বাড়ানো হচ্ছে ভোটদানের সময়। অর্থাৎ ৫ টার পরিবর্তে ৬ টা পর্যন্ত ভোট দেওয়া যাবে।
🔵 আশি বছরের ঊর্ধ্বে যে ভোটাররা রয়েছেন, তাঁদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা।
🔵 প্রতিটি বুথে থাকবে সিসিটিভি ক্যামেরা।
🔵 মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে যেতে পারবেন মাত্র ২ জন।
🔵 মনোনয়নপত্র জমা দেওয়া যাবে অনলাইনেও।
🔵 বাড়ি বাড়ি প্রচারে একসঙ্গে পাঁচজনের বেশি নয়।
🔵 রোড শোর ক্ষেত্রে মানতে হবে দূরত্ব বিধি।
🔵 রাজ্য ও জেলা স্তরে নিয়োগ করা হবে নোডাল অফিসার।
এক নজরে দেখে নিন পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের নির্ঘন্ট
🔴 প্রথম দফায়- ভোটগ্রহণ ২৭ মার্চ। ৩০ কেন্দ্রে ভোট। পুরুলিয়া, বাঁকুড়া-১, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর-১, এবং পূর্ব মেদিনীপুর-১
🔴 দ্বিতীয় দফায়- ভোটগ্রহণ ১ এপ্রিল। ৩০টি কেন্দ্রে । বাঁকুড়া-২, পশ্চিম মেদিনীপুর-২, পূর্ব মেদিনীপুর-২, দক্ষিণ ২৪ পরগনা– ১
🔴 তৃতীয় দফায়- ৬ এপ্রিল, হাওড়া- ১, হুগলি- ১, দক্ষিণ ২৪ পরগনা- ২
🔴 চতুর্থ দফায়- ১০ এপ্রিল, ৪৪টি আসনে ভোট। হাওড়া-২, হুগলি-২, দক্ষিণ ২৪ পরগনা-৩, আলিপুরদুয়ার, কোচবিহার
🔴 পঞ্চম দফা- ১৭ এপ্রিল, ৪৫টি আসনে। উত্তর ২৪ পরগনা- ১, নদীয়া- ১, পূর্ব বর্ধমান-১ , দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি
🔴 ষষ্ঠ দফা- ২২ এপ্রিল, ৪৩টি আসনে। উত্তর ২৪ পরগনা-২, নদীয়া-২, পূর্ব বর্ধমান-২ , উত্তর দিনাজপুর
🔴 সপ্তম দফা- ২৬ এপ্রিল, ৩৬ আসনে। মালদা-১, মুর্শিদাবাদ-১, পশ্চিম বর্ধমান, দক্ষিণ কলকাতা, দক্ষিণ দিনাজপুর
🔴 অষ্টম দফায়- ২৯ এপ্রিল, ৩৫টি আসনে। মালদা-২, মুর্শিদাবাদ-২, কলকাতা উত্তর, বীরভূম
🔴 প্রথম দফা 🔴 ৩০টি আসন 🔴 ভোটগ্রহণ ২৭ মার্চ
পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি (এসসি), কাঁথি দক্ষিণ, রামনগর, এগরা, দাঁতন, নয়াগ্রাম (এসটি), গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, কেশিয়াড়ি (এসটি), খড়্গপুর, গড়বেতা, শালবনী, মেদিনীপুর, বিনপুর (এসটি), বান্দোয়ান (এসটি), বলরামপুর, বাঘমুণ্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার (এসটি), কাশীপুর, পারা (এসসি), রঘুনাথপুর (এসসি), শালতোড়া (এসসি), ছাতনা, রানীবাঁধ (এসটি) এবং রায়পুর (এসটি)
🔴 দ্বিতীয় দফা 🔴 ৩০টি আসন 🔴 ভোটগ্রহণ ১ এপ্রিল
গোসাবা (এসসি), পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, তমলুক, পাঁশকুড়া পূর্ব , পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া (এসসি), নন্দীগ্রাম, চণ্ডীপুর, খড়্গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল (এসসি), চন্দ্রকোনা (এসসি), কেশপুর (এসসি), তালডাংরা, বাঁকুড়া, বরজোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতলপুর (এসসি), ইন্দাস (এসসি), সোনামুখী (এসসি)
🔴 তৃতীয় দফা 🔴 ৩১টি আসন 🔴 ভোটগ্রহণ ৬ এপ্রিল
বাসন্তী (এসসি), কুলতলি (এসসি), কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার (এসসি), জয়নগর (এসসি), বারুইপুর পূর্ব (এসসি), ক্যানিং পশ্চিম (এসসি), ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব (এসসি), মগরাহাট পশ্চিম, ডায়মন্ডহারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর (এসসি), উলুবেড়িয়া উত্তর (এসসি), উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর, জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি (এসসি), তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ (এসসি), গোঘাট (এসসি), খানাকুল
🔴 চতুর্থ দফা 🔴 ৪৪টি আসন 🔴 ভোটগ্রহণ ১০ এপ্রিল
মেখলিগঞ্জ (এসসি), মাথাভাঙা (এসসি), কোচবিহার উত্তর (এসসি), কোচবিহার দক্ষিণ, শীতলকুচি (এসসি), সিতাই (এসসি), দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ, কুমারগ্রাম (এসটি), কালচিনি (এসটি), আলিপুরদুয়ার, ফালাকাটা (এসসি), মাদারিহাট (এসটি), সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ, বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল (এসসি), পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব, ডোমজুড়, উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড় (এসসি), পাণ্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা
🔴 পঞ্চম দফা 🔴 ৪৫টি আসন 🔴 ভোটগ্রহণ ১৭ এপ্রিল
ধূপগুড়ি (এসসি), ময়নাগুড়ি (এসসি), জলপাইগুড়ি (এসসি), রায়গঞ্জ (এসসি), ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল (এসটি), নাগরাকাটা (এসটি), কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি (এসসি), শিলিগুড়ি, ফাঁসিদেওয়া (এসটি), শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, রানাঘাট উত্তর-পূর্ব (এসসি), কৃষ্ণগঞ্জ (এসসি), রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী (এসসি), হরিণঘাটা (এসসি), পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট-নিউটাউন, বিধাননগর, রাজারহাট-গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ (এসসি), সন্দেশখালি (এসটি), বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ (এসসি), খণ্ডঘোষ (এসসি), বর্ধমান দক্ষিণ, রায়না (এসসি), জামালপুর (এসসি), মন্তেশ্বর, কালনা (এসসি), মেমারি, বর্ধমান উত্তর (এসসি)
🔴 ষষ্ঠ দফা 🔴 ৪৩টি আসন 🔴 ভোটগ্রহণ ২২ এপ্রিল
চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ (এসসি), কালিয়াগঞ্জ (এসসি), রায়গঞ্জ, ইটাহার, করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ, বাগদা (এসসি), বনগাঁ উত্তর (এসসি), বনগাঁ দক্ষিণ (এসসি), গাইঘাটা (এসসি), স্বরূপনগর (এসসি), বাদুড়িয়া, হাবড়া, অশোকনগর, আমডাঙা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, বারাকপুর, খড়দহ, দমদম উত্তর, ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউসগ্রাম (এসসি), গলসি (এসসি)
🔴 সপ্তম দফা 🔴 ৩৬টি আসন 🔴 ভোটগ্রহণ ২৬ এপ্রিল
কুশমাণ্ডি (এসসি), কুমারগঞ্জ, বালুরঘাট, তপন (এসটি), গঙ্গরামপুর (এসসি), হরিরামপুর, হবিবপুর (এসটি), গাজোল, চাঁচল, হরিশচন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, ফারাক্কা, সামশেরগঞ্জ, সূতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম (এসসি), কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনী
🔴 অষ্টম দফা 🔴 ৩৫টি আসন 🔴 ভোটগ্রহণ ২৯ এপ্রিল
মানিকচক, মালদহ (এসসি), ইংলিশবাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর, খড়গ্রাম (এসসি), বড়ঞা (এসসি), কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গি, চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া, দুবরাজপুর (এসসি), সিউড়ি, বোলপুর, নানুর (এসসি), লাভপুর, সাঁইথিয়া (এসসি), ময়ূরেশ্বর, রামপুরহাট, হাসন, নলহাটি, মুরারই
🔵 West Bengal Assembly Election 2021 Dates:
1 Mekliganj 10-04-2021
2 Mathabhanga 10-04-2021
3 Cooch Behar Uttar 10-04-2021
4 Cooch Behar Dakshin 10-04-2021
5 Sitalkuchi 10-04-2021
6 Sitai 10-04-2021
7 Dinhata 10-04-2021
8 Natabari 10-04-2021
9 Tufanganj 10-04-2021
10 Kumargram 10-04-2021
11 Kalchini 10-04-2021
12 Alipurduars 10-04-2021
13 Falakata 10-04-2021
14 Madarihat 10-04-2021
15 Dhupguri 17-04-2021
16 Maynaguri 17-04-2021
17 Jalpaiguri 17-04-2021
18 Rajganj 17-04-2021
19 Dabgram-Fulbari 17-04-2021
20 Mal 17-04-2021
21 Nagrakata 17-04-2021
22 Kalimpong 17-04-2021
23 Darjeeling 17-04-2021
24 Kurseong 17-04-2021
25 Matigara-Naxalbari 17-04-2021
26 Siliguri 17-04-2021
27 Phansidewa 17-04-2021
28 Chopra 22-04-2021
29 Islampur 22-04-2021
30 Goalpokhar 22-04-2021
31 Chakulia 22-04-2021
32 Karandighi 22-04-2021
33 Hemtabad 22-04-2021
34 Kaliaganj 22-04-2021
35 Raiganj 22-04-2021
36 Itahar 22-04-2021
37 Kushmandi 26-04-2021
38 Kumarganj 26-04-2021
39 Balurghat 26-04-2021
40 Tapan 26-04-2021
41 Gangarampur 26-04-2021
42 Harirampur 26-04-2021
43 Habibpur 26-04-2021
44 Gazole 26-04-2021
45 Chanchal 26-04-2021
46 Harischandrapur 26-04-2021
47 Malatipur 26-04-2021
48 Ratua 26-04-2021
49 Manickchak 29-04-2021
50 Maldaha 29-04-2021
51 Englishbazar 29-04-2021
52 Mothabari 29-04-2021
53 Sujapur 29-04-2021
54 Baishnabnagar 29-04-2021
55 Farakka 26-04-2021
56 Samserganj 26-04-2021
57 Suti 26-04-2021
58 Jangipur 26-04-2021
59 Raghunathganj 26-04-2021
60 Sagardighi 26-04-2021
61 Lalgola 26-04-2021
62 Bhagawangola 26-04-2021
63 Raninagar 26-04-2021
64 Murshidabad 26-04-2021
65 Nabagram 26-04-2021
66 Khargram 29-04-2021
67 Burwan 29-04-2021
68 Kandi 29-04-2021
69 Bharatpur 29-04-2021
70 Rejinagar 29-04-2021
71 Beldanga 29-04-2021
72 Baharampur 29-04-2021
73 Hariharpara 29-04-2021
74 Nowda 29-04-2021
75 Domkal 29-04-2021
76 Jalangi 29-04-2021
77 Karimpur 22-04-2021
78 Tehatta 22-04-2021
79 Palashipara 22-04-2021
80 Kaliganj 22-04-2021
81 Nakashipara 22-04-2021
82 Chapra 22-04-2021
83 Krishnanagar Uttar 22-04-2021
84 Nabadwip 22-04-2021
85 Krishnanagar Dakshin 22-04-2021
86 Santipur 17-04-2021
87 Ranaghat Uttar Paschim 17-04-2021
88 Krishnaganj 17-04-2021
89 Ranaghat Uttar Purba 17-04-2021
90 Ranaghat Dakshin 17-04-2021
91 Chakdaha 17-04-2021
92 Kalyani 17-04-2021
93 Haringhata 17-04-2021
94 Bagdah 22-04-2021
95 Bongaon Uttar 22-04-2021
96 Bongaon Dakshin 22-04-2021
97 Gaighata 22-04-2021
98 Swarupnagar 22-04-2021
99 Baduria 22-04-2021
100 Habra 22-04-2021
101 Ashoknagar 22-04-2021
102 Amdanga 22-04-2021
103 Bijpur 22-04-2021
104 Naihati 22-04-2021
105 Bhatpara 22-04-2021
106 Jagatdal 22-04-2021
107 Noapara 22-04-2021
108 Barrackpur 22-04-2021
109 Khardaha 22-04-2021
110 Dum Dum Uttar 22-04-2021
111 Panihati 17-04-2021
112 Kamarhati 17-04-2021
113 Baranagar 17-04-2021
114 Dum Dum 17-04-2021
115 Rajarhat New Town 17-04-2021
116 Bidhannagar 17-04-2021
117 Rajarhat Gopalpur 17-04-2021
118 Madhyamgram 17-04-2021
119 Barasat 17-04-2021
120 Deganga 17-04-2021
121 Haroa 17-04-2021
122 Minakhan 17-04-2021
123 Sandeshkhali 17-04-2021
124 Basirhat Dakshin 17-04-2021
125 Basirhat Uttar 17-04-2021
126 Hingalganj 17-04-2021
127 Gosaba 01-04-2021
128 Basanti 06-04-2021
129 Kultali 06-04-2021
130 Patharpratima 01-04-2021
131 Kakdwip 01-04-2021
132 Sagar 01-04-2021
133 Kulpi 06-04-2021
134 Raidighi 06-04-2021
135 Mandirbazar 06-04-2021
136 Jaynagar 06-04-2021
137 Baruipur Purba 06-04-2021
138 Canning Paschim 06-04-2021
139 Canning Purba 06-04-2021
140 Baruipur Paschim 06-04-2021
141 Magrahat Purba 06-04-2021
142 Magrahat Paschim 06-04-2021
143 Diamond Harbour 06-04-2021
144 Falta 06-04-2021
145 Satgachia 06-04-2021
146 Bishnupur 06-04-2021
147 Sonarpur Dakshin 10-04-2021
148 Bhangore 10-04-2021
149 Kasba 10-04-2021
150 Jadavpur 10-04-2021
151 Sonarpur Uttar 10-04-2021
152 Tollygunge 10-04-2021
153 Behala Purba 10-04-2021
154 Behala Paschim 10-04-2021
155 Maheshtala 10-04-2021
156 Budge Budge 10-04-2021
157 Metiaburuz 10-04-2021
158 Kolkata Port 26-04-2021
159 Bhabanipur 26-04-2021
160 Rashbehari 26-04-2021
161 Ballygunge 26-04-2021
162 Chowrangee 29-04-2021
163 Entally 29-04-2021
164 Beleghata 29-04-2021
165 Jorasanko 29-04-2021
166 Shyampukur 29-04-2021
167 Maniktala 29-04-2021
168 Kashipur-Belgachia 29-04-2021
169 Bally 10-04-2021
170 Howrah Uttar 10-04-2021
171 Howrah Madhya 10-04-2021
172 Shibpur 10-04-2021
173 Howrah Dakshin 10-04-2021
174 Sankrail 10-04-2021
175 Panchla 10-04-2021
176 Uluberia Purba 10-04-2021
177 Uluberia Uttar 06-04-2021
178 Uluberia Dakshin 06-04-2021
179 Shyampur 06-04-2021
180 Bagnan 06-04-2021
181 Amta 06-04-2021
182 Udaynarayanpur 06-04-2021
183 Jagatballavpur 06-04-2021
184 Domjur 10-04-2021
185 Uttarpara 10-04-2021
186 Sreerampur 10-04-2021
187 Champdani 10-04-2021
188 Singur 10-04-2021
189 Chandannagore 10-04-2021
190 Chunchura 10-04-2021
191 Balagarh 10-04-2021
192 Pandua 10-04-2021
193 Saptagram 10-04-2021
194 Chanditala 10-04-2021
195 Jangipara 06-04-2021
196 Haripal 06-04-2021
197 Dhanekhali 06-04-2021
198 Tarakeswar 06-04-2021
199 Pursurah 06-04-2021
200 Arambagh 06-04-2021
201 Goghat 06-04-2021
202 Khanakul 06-04-2021
203 Tamluk 01-04-2021
204 Panskura Purba 01-04-2021
205 Panskura Paschim 01-04-2021
206 Moyna 01-04-2021
207 Nandakumar 01-04-2021
208 Mahisadal 01-04-2021
209 Haldia 01-04-2021
210 Nandigram 01-04-2021
211 Chandipur 01-04-2021
212 Patashpur 27-03-2021
213 Kanthi Uttar 27-03-2021
214 Bhagabanpur 27-03-2021
215 Khejuri 27-03-2021
216 Kanthi Dakshin 27-03-2021
217 Ramnagar 27-03-2021
218 Egra 27-03-2021
219 Dantan 27-03-2021
220 Nayagram 27-03-2021
221 Gopiballavpur 27-03-2021
222 Jhargram 27-03-2021
223 Keshiary 27-03-2021
224 Kharagpur Sadar 01-04-2021
225 Narayangarh 01-04-2021
226 Sabang 01-04-2021
227 Pingla 01-04-2021
228 Kharagpur 27-03-2021
229 Debra 01-04-2021
230 Daspur 01-04-2021
231 Ghatal 01-04-2021
232 Chandrakona 01-04-2021
233 Garbeta 27-03-2021
234 Salboni 27-03-2021
235 Keshpur 01-04-2021
236 Medinipur 27-03-2021
237 Binpur 27-03-2021
238 Bandwan 27-03-2021
239 Balarampur 27-03-2021
240 Baghmundi 27-03-2021
241 Joypur 27-03-2021
242 Purulia 27-03-2021
243 Manbazar 27-03-2021
244 Kashipur 27-03-2021
245 Para 27-03-2021
246 Raghunathpur 27-03-2021
247 Saltora 27-03-2021
248 Chhatna 27-03-2021
249 Ranibandh 27-03-2021
250 Raipur 27-03-2021
251 Taldangra 01-04-2021
252 Bankura 01-04-2021
253 Barjora 01-04-2021
254 Onda 01-04-2021
255 Bishnupur 01-04-2021
256 Kotulpur 01-04-2021
257 Indas 01-04-2021
258 Sonamukhi 01-04-2021
259 Khandaghosh 17-04-2021
260 Bardhaman Dakshin 17-04-2021
261 Raina 17-04-2021
262 Jamalpur 17-04-2021
263 Monteswar 17-04-2021
264 Kalna 17-04-2021
265 Memari 17-04-2021
266 Bardhaman Uttar 17-04-2021
267 Bhatar 22-04-2021
268 Purbasthali Dakshin 22-04-2021
269 Purbasthali Uttar 22-04-2021
270 Katwa 22-04-2021
271 Ketugram 22-04-2021
272 Mangalkot 22-04-2021
273 Ausgram 22-04-2021
274 Galsi 22-04-2021
275 Pandabeswar 26-04-2021
276 Durgapur Purba 26-04-2021
277 Durgapur Paschim 26-04-2021
278 Raniganj 26-04-2021
279 Jamuria 26-04-2021
280 Asansol Dakshin 26-04-2021
281 Asansol Uttar 26-04-2021
282 Kulti 26-04-2021
283 Barbani 26-04-2021
284 Dubrajpur 29-04-2021
285 Suri 29-04-2021
286 Bolpur 29-04-2021
287 Nanoor 29-04-2021
288 Labpur 29-04-2021
289 Sainthia 29-04-2021
290 Mayureswar 29-04-2021
291 Rampurhat 29-04-2021
292 Hansan 29-04-2021
293 Nalhati 29-04-2021
294 Murarai 29-04-2021