রাজ্য পুলিশ-প্রশাসনের উপর ভরসা নেই। কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট করাতে হবে বলে ইতিমধ্যে কমিশনের কাছে দাবি করেছে বিরোধী দলগুলি। সবদিক বিচার করে ভোটের আগেই বাংলায় চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। আর ভোট ঘোষণা হতেই বাংলায় পা রাখল আরও ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শনিবার দুপুরে আরও দশ কোম্পানি আধাসেনা পৌঁছে গেল। আজ দুপুরে পাটনা থেকে বিশেষ ট্রেনে চিত্পুরে নামল সীমা সুরক্ষা বলের দশ কোম্পানি আধাসেনা। এর মধ্যে দু কোম্পানি করে বাহিনী পাঠানো হবে বনগাঁ এবং বসিরহাটে। তিন কোম্পানি যাবে বারাসাতে এবং বাকি তিন কোম্পানি বাহিনী কলকাতার জন্য। জানা যাচ্ছে, আগামিকাল রবিবার থেকেই কলকাতায় টহলদারি শুরু করে দেবে। কলকাতায় আসা সীমা সুরক্ষা বলের জওয়ানদের রাখা হচ্ছে পিটিএস এবং কলকাতা পুলিশের দু’নম্বর ব্যাটালিয়ানে। এছাড়াও রবিবার থেকেই শহরতলিতেও হবে কেন্দ্রীয় বাহিনীর এরিয়া ডোমিনেশনের কাজ। ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় কেন্দ্রীয় বাহিনী টহলদারি চালাচ্ছে।আট কোম্পানির মধ্যে ৬ কোম্পানি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। এই ছয় কোম্পানির মধ্যে তিন কোম্পানি যাবে দার্জিলিঙে বাকি তিন কোম্পানি কালিম্পং। বাকি ২ কোম্পানি রাতে এসে পৌছবে চিত্পুর স্টেশন। সেই বাহিনী কলকাতা থেকে সরাসরি চলে যাবে সুন্দরবনে। রবিবার থেকেই উত্তরের বিভিন্ন জায়গাতে এরিয়া ডোমিনেশনের কাজ শুরু হয়ে যাবে।