করোনা ভ্যাকসিন নেওয়ার পর এক ভোট কর্মীর মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থল বীরভূম জেলার বোলপুর থানার রজতপুর গ্রাম। ঘটনার যথাযথ তদন্ত দাবি করে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে চাকরি দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী। তাঁর অভিযোগ, বোলপুরের এক শিক্ষাকর্মী ৫৩ বছর বয়সের তারক চক্রবর্তীর ভোট কর্মী হিসেবে দায়িত্ব পালনের জন্য চিঠি এসেছিল। তাঁকে অন্যান্যদের মত কোভিড ১৯ ভ্যাকসিন দেওয়া হয়। তিনি বোলপুর থানার অন্তর্গত রজতপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার কোভিডের টিকা নিয়েছিলেন তিনি। টিকা নেওয়ার কয়েক ঘণ্টা পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষনা করেন।