পরিবেশ রক্ষা নিয়ে তাঁর ভূমিকার জন্য আন্তর্জাতিক স্তরে পুরস্কৃত হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী সপ্তাহে ‘সেরাউইক গ্লোবাল এনার্জি অ্যান্ড এনভারনমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হবে প্রধানমন্ত্রীর হাতে। আগামী ১ থেকে ৫ মার্চ পর্যন্ত চলবে অ্যানুয়াল ইন্টারন্যাশনাল এনার্জি কনফারেন্স। সেখানে ভার্চুয়াল মাধ্যমে মুখ্য বক্তা হিসেবে যোগ দেবেন নরেন্দ্র মোদি। আয়োজক সংস্থার পক্ষে আইএইচএস মার্কিট জানান, দেশ তথা বিশ্বের শক্তি ক্ষেত্রের ভবিষ্যৎ চাহিদা মেটাতে উল্লেখযোগ্য নেতৃত্ব ও পদক্ষেপের জন্য ভারতের প্রধানমন্ত্রীকে এই সম্মানের জন্য মনোনীত করা হয়েছে।