বাম-কংগ্রেসের ব্রিগেডের দিনই বাংলায় এসে মা কালীকে দর্শন করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চিং চৌহান। প্রথমে তিনি কালীঘাট মন্দিরে যান। সেখান থেকে যান দক্ষিণেশ্বরের মন্দিরে। দু-জায়গাতেই পুজো দেন তিনি। সেখান তাঁর হাওড়ায় যাওয়ার কথা রয়েছে। সেখানে দলের পরিবর্তন যাত্রায় তাঁর অংশ নেওয়ার কথা। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই রাজ্যজুড়ে প্রচারে ঝড় তুলেছে বিজেপি। প্রায় প্রতি সপ্তাহে রাজ্যে আসছেন কেন্দ্রীয় বিজেপির কোনও না কোনও শীর্ষ নেতৃত্ব। নাড্ডা, অমিত শাহ থেকে শুরু করে বাদ যাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সর্বভারতীয় সভাপতি জগত্ প্রকাশ নাড্ডা বৃহস্পতিবারই রাজ্যে এসে সূচনা করে গিয়েছেন সোনার বাংলা কর্মসূচী। তারপরই রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বালুরঘাটে পরিবর্তন যাত্রা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী।