গত শুক্রবার বিকালে নির্বাচন কমিশন বাংলা সহ দেশের ৫টি রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। সেই ঘোষণার মুহুর্ত হতেই এই ৫টি রাজ্যেই জারি হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি। সেই সঙ্গে রাজ্যের পুলিশবাহিনীও চলে গিয়েছে নির্বাচন কমিশনের অধীনে। সেই কমিশনের নির্দেশেই এবার কলকাতা পুলিশের সব কর্মিদেরই ছুটি বাতিল করে দেওয়া হল আগামী ১০ মে পর্যন্ত। কলকাতা পুলিশের কমিশনার সৌমেন মিত্র এক নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়ে দিয়েছেন। ওই নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ৭ মার্চ থেকে ১০ মে পর্যন্ত স্পেশ্যাল সিপি, অ্যাডিশনাল সিপি, যুগ্ম কমিশনার, ডিসি থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট পুলিশ পদ মর্যাদার সব আধিকারিকের এবং তাঁদের অধীনে কর্মরত সব পুলিশকর্মীদের ছুটি বাতিল করা হচ্ছে। বিশেষ জরুরি পরিস্থিতি না হলে ছুটি মিলবে না। তার জেরে কিছুটা হলেও ক্ষোভ ছড়িয়ে কলকাতা পুলিশের অন্দরে। সূত্রের খবর, কমিশনারের নির্দেশে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, জরুরি অবস্থা না হলে কোনও পুলিশকর্মী কোনও ছুটি পাবেন না। ভোটের সময় শহরের নিরাপত্তা থেকে আইনশৃঙ্খলা রক্ষার কথা মাথকায় রেখেই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে খবর।