কলকাতা

‘বাম-কংগ্রেস খুঁড়িয়ে পথ হাঁটছিল, আব্বাস ক্র্যাচ নিয়ে এসেছে’, জোটের ব্রিগেডকে কটাক্ষ ফিরহাদ হাকিমের

বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে পারে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়

বাম-কংগ্রেস -আইএসএফের জোটের ব্রিগেড সমাবেশকে নিয়ে দলগুলোকে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, ব্রিগেড ভরানো এক কথা আর রাজ্যে ভোটে জিতে ক্ষমতা দখল করা অন্য কথা। বামেদের কিছু নির্দিষ্ট কর্মী রয়েছেন তাঁরা এখনও পর্যন্ত দলীয় নির্দেশ মেন চলেন আর নির্দেশ পালন করতেই তাঁরা ব্রিগেডে আসেন। কিন্তু ভোটে জিততে গেলে মানুষের পাশে থাকা অত্যন্ত জরুরি, যেটা এই রাজ্যে তৃণমূল কংগ্রেসই পারে বলেও জানিয়েছেন ফিরহাদ হাকিম। এদিন ফিরহার হাকিম বলেন বামেরা ক্ষমতায় থাকার সময় কংগ্রেস কর্মীদের নির্বিচারে হত্যা করেছিল। ২১ জুলাই মহাকরণ অভিযানে গুলি চালিয়ে ছিল। চরম অত্যাচার চালিয়েছিল। কিন্তু এখন বামেদের ভরসাতেই বাংলায় পথ চলছে কংগ্রেস। এরপর ফিরহাদ হাকিম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ক্ষমতায় ছিলেন, আছেন আর থাকবেন। বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে পারে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলেও জানিয়েছেন তিনি।