কলকাতা

পেট্রোপণ্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব সাইকেল মিছিল শশী পাঁজা-র

পেট্রল ডিজেল–সহ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এদিন একটি সাইকেল মিছিলে সামিল হন শশী পাঁজা। সোমবার বিকেলে এই মিছিল শুরু হয় গণেশ টকিজ থেকে। সামনে-পেছনে অগুনতি সাইকেল।  যায় বাগবাজার পর্যন্ত।  কারুর সাইকেলের সামনে লাগানো দলীয় পতাকা আবার কেউ বা এসেছেন থার্মোকলের তৈরি নকল এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে। সিলিন্ডারের গায়ে লেখা, ‘‌দেখো আমি বাড়ছি মাম্মি।’‌ সালোয়ার–কামিজ পরা শ্যামপুকুরের বিধায়ক রবীন্দ্র সরণীর ট্রাম লাইন বাঁচিয়ে এগোতে শুরু করলেন বাগবাজারের দিকে। সামনে পেছনে, ডাইনে, বাঁয়ে এগোতে শুরু করলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। মিছিল প্রসঙ্গে শশী পাঁজা বলেন, দেশে চাকরির বাজার বা কর্মসংস্থান উর্দ্ধমুখী না হয়ে দিন দিন উর্দ্ধমুখী হচ্ছে জ্বালানির দাম। কেরোসিন তেল দেওয়া বন্ধ হয়ে গেছে। জ্বালানির দাম বাড়াতে দাম বাড়ছে সব জিনিসের। কেন্দ্রের ভুল নীতির জন্য দেশ পিছিয়ে পড়ছে। এই সমস্ত বিষয়েই প্রতিবাদ জানাতে এই সাইকেল মিছিল।  এদিন মিছিল যত এগিয়েছে, ততই শোনা গেছে তৃণমূল কর্মীদের মুখে খেলা হবে, খেলা হবে স্লোগান।