দেশ

আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ, দশম শ্রেণির শুরু ৫ মে এবং দ্বাদশ ৮ এপ্রিল থেকে

আইসিএসই এবং আইএসসি বোর্ডের যথাক্রমে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচি প্রকাশ করল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস (সিআইএসসিই)। দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে ৫ মে এবং দ্বাদশের ৮ এপ্রিল থেকে। দুটি পরীক্ষার ফলাগলই প্রকাশিত হবে জুলাই মাসে।  অনলাইন নয়, দশম শ্রেণির সব পরীক্ষাই হাতে লিখে হবে বলে জানানো হয়েছে। কিছু পরীক্ষা শুরু হবে সকাল ৯টা থেকে আর কিছু ১১টা থেকে। ইংরাজি, পরিবেশ বিজ্ঞান, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি পরীক্ষার সময়সীমা দু’ ঘণ্টা। হিন্দি এবং অন্য কলা বিভাগের পরীক্ষা হবে তিন ঘণ্টা ধরে। প্রথম দিন, ৫ মে ইংরেজি প্রথম পত্র দিয়ে শুরু। শেষ হবে ৭ জুন।  আইএসসি বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হচ্ছে কম্পিউটার সায়েন্স প্রাক্টিক্যাল দিয়ে। ৮ এপ্রিল থেকে শুরু হয়ে শেষ হবে ১৬ জুন।  পরীক্ষার্থীদের অবশ্যই মাস্ক পরে আসতে হবে, সঙ্গে রাখতে হবে স্যানিটাইজার। একে অপরের মধ্যে অন্তত ছ’ ফুট দূরত্ব বজায় রাখতে হবে। বর্জন করতে হবে মুখে হাত দেওয়ার অভ্যাস।