খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেই বিধিভঙ্গের অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। তাঁর অভিযোগ, নির্বাচনী বিধি জারি হওয়ার পরেও করোনা টিকাকরণের শংসাপত্রে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হচ্ছে। মঙ্গলবার টুইটারে তৃণমূলের রাজ্যসভার সাংসদ লিখলেন, ‘ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। এরপরেও প্রধানমন্ত্রীর ছবি নির্লজ্জভাবে কোভিড-১৯ শংসাপত্রে ব্যবহার করা হচ্ছে।’ ডেরেক জানিয়েছেন, এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাবেন তিনি। গতকাল, ১ মার্চ থেকে দেশে দ্বিতীয় ধাপে টিকাকরণ শুরু হয়েছে। এবার টিকা পাবেন ষাটোর্ধ্ব এবং ৪৫ বছরের বেশি বয়সিরা, যাঁদের গুরুতর রোগ রয়েছে। প্রথম দিন টিকা নিয়ে জনসাধারণকে সচেতন করতে টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। টিকা নেওয়ার পর সেই ব্যক্তিকে কোউইন পোর্টাল থেকে একটি ডিজিটাল শংসাপত্র ডাউনলোড করতে হচ্ছে। সেখানেই রয়েছে মোদির ছবি। সঙ্গে বার্তা, ‘একজোটে আমরা কোভিড-১৯-কে হারিয়ে দেব।’ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। তার পরেও কেন এই ছবি সরানো হচ্ছে না, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন পাঞ্জাবের এক কংগ্রেস নেতা। মহারাষ্ট্রের এনসিপি-র এক নেতাও এই নিয়ে সমালোচনা করেছেন।