তারকাদের রাজনীতির পাঠ
আগামী ২৭ মার্চ থেকে বাংলার হাইভোল্টেজ নির্বাচন শুরু হয়ে যাচ্ছে। সেখানে টলিউড শিল্পীদের মধ্যে যারা তৃণমূলে ইতিমধ্যেই যোগদান করেছেন, বা আগামীদিনেও করবেন, তাঁদের প্রচারে কিভাবে ব্যবহার করা হবে, প্রচারে তাঁরা কি বলবেন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বলে সূত্রের খবর। আজ তাই তৃণমূল ভবনে দলের ক্লাস করতে হাজির তারকারা। আর দলে যোগ দিয়েই তৃণমূল ভবনে ওই বৈঠকে অংশ নেন সায়ন্তিকাও। এদিন তৃণমূল ভবনে রাজনৈতিক ক্লাসে হাজির ছিলেন, রাজ চক্রবর্তী, সৌরভ দাস, রণিতা দাস, সুদেষ্ণা রায়, লাভলি মিত্র, মানালি দে, সাওনা খান, পিয়া সেনগুপ্ত , কাঞ্চন মল্লিক সহ একাধিক তারকারা। এদিনের ক্লাসে প্রত্যেক তারকাদের জোর দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারে। বিভিন্ন ইস্যুকে নিয়ে রাজনৈতিক মূলক পোস্ট ও তৃণমূলের উন্নয়নের ঢালাও প্রশংসা করা ইত্যাদি বিষয়ে নানান বক্তব্য জানানো হয় তারকাদের। অভিনয়ের পাশাপাশি রাজনীতকেও এবার পেশা-নেশা হিসেবে নীতে আসা তারকাদের নিয়ে এই ক্লাস বঙ্গ রাজনীতিতে প্রথম। তাঁদের ‘ক্লাস’ নিলেন ব্রাত্য বসু এবং ডেরেক ও’ব্রায়েন। নতুন দলে আসা তারকারা ক্লাসরুমের ছাত্রছাত্রীদের মতো মনোযোগ সহকারে শুনেছেন ব্রাত্য- ডেরেকের মূল্যবান উপদেশ। বিধানসভা নির্বাচনের বহু আগেই তৃণমূল ঠিক করে দলের তারকা জনপ্রতিনিধিদের তারা প্রচারে ব্যবহার করবে। সূত্রের খবর, পেশাদারি সংস্থা আই-প্যাকের নির্দেশেই এই প্রক্রিয়া হয়েছে।