দেশ

আগ্রার তাজমহলে বোমা রাখার ঘটনা ভুয়ো জানাল পুলিশ

বোমা থাকার ফোন পেয়ে তাজমহল বন্ধ করার নির্দেশ দেয় আগ্রা পুলিশ।  বোমাতঙ্কে  হুড়োহুড়ি পড়ে যায় তাজমহলে। পর্যটকদের বের করে দেওয়া হয় তাজমহল থেকে। বন্ধ করে দেওয়া হয় মূল ফটক। শুরু হয় তল্লাসি অভিযান। চলে আসে বোম্ব স্কোয়াড। কিন্তু এই খবর ভুয়ো ঘোষণা করা হয়। অবশেষে সাধারণের জন্য তাজমহলের দরজা খুলে দেওয়া হল। আগ্রা পুলিশের আইজি এ সতীশ গনেশ জানিয়েছেন, আমরা এই খবরে গোটা তাজমহলে উদ্ধারকার্য চালাই। কিন্তু কোথাও কিছু পাওয়া যায়নি। প্রশাসনের তরফে গোটা এলাকায় নজরজারি চালানো হচ্ছে। তারা নিশ্চিত যে কোনও কিছুই নেই তাজমহলের অন্দরে। ঘটনাস্থানে পুলিশ ছাড়াও রয়েছে সিআইএসএফ-এর আধিকারিকরা। কিছু খুঁজে না পাওয়ায় কল ট্রেস করে ওই যুবককে খুঁজে বের করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, সেনাবাহিনীতে কাজ না পাওয়ার ক্ষোভ থেকেই তিনি ফোনটি করেছিলেন।