কলকাতা

‘বর্গীর হানা রুখতে মমতাকেই দরকার’, ভোটের আগে গেরুয়া শিবিরকে বিঁধে গান কবীর সুমনের

বাংলার ‘অগ্নিকন্যা’ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই ভোটযুদ্ধের আগে নয়া গান লিখে ফেললেন কবীর সুমন। গানের শব্দ-ছন্দেই হুঁশিয়ারি ছুঁড়লেন বিরোধীপক্ষ বিজেপিকে। কবীর সুমন লিখেছেন- “বাংলা থাকুক বাংলায়/ বাংলা থাকুক মমতায়/ বাংলার চাই বাংলার মেয়ে/ সহানুভূতিতে ক্ষমতায়।… মমতা থাকেন পাশে / কাজে আর অবকাশে”। সংশ্লিষ্ট গানের লাইনেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জনকল্যাণমূলক সবুজসাথী, স্বাস্থ্যসাথী প্রকল্পগুলির কথাও তুলে ধরেছেন তিনি। গানের শেষ স্তবকে বিজেপিকে ‘বর্গী’ বলে কটাক্ষও করেছেন কবীর সুমন। লিখেছেন – “তোমাকেই চায় মমতা বাংলা/বারবার বারবার/বর্গীর হানা রুখতে মমতা/ তোমাকেই দরকার।” এক্ষেত্রে ভোটযুদ্ধের আগে এমন গান রচনা করে তিনি যে বাংলাকে বিজেপিমুক্ত করার ডাক দিয়েছেন, তা স্পষ্ট। আর সেই গানের অনুপ্রেরণা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সামনে রাখলেন কবীর সুমন।