বিনোদন

আমিরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দাদা ফয়সল খানের

আমির খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তাঁর দাদা ফয়সল খান। আমির খান নাকি ফয়সল নাকি এক বছর ধরে তাঁকে জোর করে ওষুধ খাওয়াতেন। একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে আমির খান সহ গোটা পরিবারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন ফয়সল খান। ফয়সল অভিযোগ করেন, আমির খান সহ গোটা পরিবার এক সময় প্রচার শুরু করেন তিনি মানসিকভাবে অসুস্থ বলে। মানসিকভাবে অসুস্থতার জন্য তাঁকে জোর করে ওষুধও দেওয়া হত বলে অভিযোগ করেন। আমির খানের দাদা ফয়সল খান আরও বলেন, তিনি যদি মানসিকভাবে অসুস্থ হতেন, তাহলে তার কোনও না কোনও ইঙ্গিত সবাই পেতেন। অথচ বিনা প্রমাণে তাঁকে বন্ধ ঘরে রেখে দেওয়া হত আটকে। এমন অভিযোগও করেন ফয়সল। ঘরের মধ্যে দীর্ঘদিন ধরে তাঁকে বন্ধ করে রাখার সময় তিনি ভাবতেন, কোনও না কোনওদিন হয়ত, তাঁর কষ্ট পরিবারের লোক বুঝতে পারবেন কিন্তু তা আর হয়নি। এরপরই তিনি বাড়ি থেকে পালিয়ে যান। বাধ্য হয়েই তিনি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন বলে দবি করেন অভিনেতার দাদা। যদিও ফয়সল খানের অভিযোগের পর এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি আমির খান। প্রসঙ্গত, মেলা-য় আমিরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন ফয়সল। মেলার পাশাপাশি জো জিতা ওহি সিকন্দরে পরিচালনার কাজ করেন ফয়সল খান।