কলকাতা

স্ট্র্যান্ড রোডের বহুতলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

ফের শহরের বিধ্বংসী আগুন। স্ট্র্যান্ড রোডের বহুতলে ভয়াবহ আগুন লেগেছে। সোমবার সন্ধ্যা স্ট্র্যান্ড রোডের পূর্ব রেলের সদর কার্যালয়ে ১৩ তলায় আগুন লাগে। ঘটনাস্থলে রয়েছে দমকলের ১০টি ইঞ্জিন। এটি পূর্ব রেলের সদর কার্যালয় এটি। বিল্ডিংয়ের ১৩ তলায় চিফ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন (কনস্ট্রাকশনের) অফিস রয়েছে, সেখানেই আগুন লাগে। ১৩ তলার মতো উচ্চতায় আগুন লাগায় হাওয়ায় তা ভয়াবহ আকার নেয়। সঙ্গে সঙ্গে দাউদাউ করে ছড়িয়ে পড়ে ১৩ তলার গোটা জায়গায়। অগ্নিকাণ্ডের পরই গোটা বিল্ডিংয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্তাদের অফিস এখানে। এর মধ্যে রয়েছে আরপিএফ, আইজি, চিফ ফিনান্স কমিশনার, চিফ সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশন, দক্ষিণ-পূর্ব রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজার-সহ বিভিন্ন বিভাগের শীর্ষকর্তাদের অফিস। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ রেলের রিজার্ভেশনের মূল দপ্তরটি এখানে। দমকলের প্রাথমিক অনুমান, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনের দাহ্য পদার্থ থেকে আগুন লাগতে পারে। বহু নথি নষ্ট হয়েছে বলে অনুমান।