প্রার্থীপদ পছন্দ না হওয়ায় শেষমেষ বিজেপি ছেড়ে দিলেন শোভন চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশেষজ্ঞরা ভেবেছিলেন বেহালা পূর্ব আসনে বিজেপি–র প্রার্থী করা হবে তাঁকেই। তিনি নিজেও সে রকমই ভেবেছিলেন। কিন্তু হল না। সেই আসনে শোভন চট্টোপাধ্যায়ের বদলে বিজেপি প্রার্থী করল অভিনেতা পায়েল সরকারকে। আর তাতেই বাধল গোল। দল ছাড়লেন শোভন এবং তাঁর বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে চিঠি দিয়ে পদ থেকে অব্যাহতির কথা জানিয়েছেন শোভন। বিজেপি সূত্রে খবর, শোভনকে বেহালা পশ্চিম থেকে দাঁড়ানোর কথা বলা হয়েছিল। কিন্তু তিনি রাজি হননি। বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের পরই দেখা যায়, বেহালা পূর্ব কেন্দ্রে বিজেপির প্রার্থী করা হয়েছে পায়েল সরকারকে। এই কেন্দ্রটি শোভন চট্টোপাধ্যায়ের কাছে খুব পুরনো কেন্দ্র। এই কেন্দ্র থেকেই দীর্ঘদিন ধরে জিতে এসেছেন শোভন চট্টোপাধ্যায়। তিনি তৃণমূল ছাড়ার পর এই বিধানসভা নির্বাচনে সেখানে প্রার্থী হয়েছেন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। সেই আঁচ আগেই পেয়েছিলেন শোভন। তাই বারবার ওই কেন্দ্রে প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। বিজেপি–র রাজ্য নেতৃত্বের সঙ্গে এই নিয়ে কথা হয়েছিল বলেও খবর। বিজেপিতে যাওয়ার পর শোভনবাবু আশা করেছিলেন, তাঁকেও যাতে ওই কেন্দ্র থেকেই টিকিট দেওয়া্ হয়। কিন্তু তা না হওয়ায় ঘনিষ্ঠ মহলে অসন্তোষ প্রকাশ করেন তিনি।শোভন বিজেপি ছাড়ার সঙ্গে সঙ্গে ফেসবুকে পোস্ট করেন বৈশাখী। তিনি জানান, ষড়যন্ত্রকারীরা সফল হবে না।বেহালা পূর্বের মানুষের আশির্বাদ আমাদের সঙ্গে রয়েছে।