আজ বিকেলের পর থেকে বিজেপির নেতা-নেত্রীদের মুখ থেকে হাসি উধাও। রাজ্যের তৃতীয় ও চতুর্থ দফা ভোটের জন্য ৬৫ আসনদের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই জেলায় জেলায় বিক্ষোভে ফেটে পড়েছেন গেরুয়া সিবিরের নেতা-কর্মীরা। কেউ দল ছেড়েছেন, কোথাও দলীয় কার্যালয় ভাঙচুর হয়েছে আবার কোথাও দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছেন বিক্ষুব্ধরা। এদিন বিজেপির যে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে তাতে হুগলির চুঁচুড়া থেকে লড়ছেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আর সেই সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দল ছাড়ার কথা ঘোষণা করেছেন হুগলির জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুবীর নাগ। একই সঙ্গে রাজনীতি থেকেও সন্ন্যাস নেওয়ার কথা জানিয়েছেন। প্রার্থী তালিকা ঘোষণার খানিকবাদেই এদিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে হুগলি জেলা বিজেপির দক্ষ সংগঠক হিসেবে পরিচিত সুবীর নাগ খানিকটা অভিমানী কণ্ঠে বলেছেন, ‘আমি প্রতারিত। দল থেকে, রাজনীতি থেকে সরে দাঁড়ালাম। আমার মনে হয়েছে, দল আমার প্রয়োজনীয়তা অনুভব করছে না। কিন্তু যে পরিশ্রম করে দলকে দাঁড় করিয়েছি, তার মূল্যায়নটা কোথাও যেন হল না!’ সুবীরের এমন বিদ্রোহে যথেষ্টই অস্বস্তিতে পড়েছে বিজেপি রাজ্য নেতৃত্ব। চুঁচুড়ায় যিনি প্রার্থী হয়েছেন সেই লকেট চট্টোপাধ্যায়ের কণ্ঠেও অস্বস্তির ছাপ স্পষ্ট।