প্রার্থী তালিকা ঘোষণা হতে না হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী-সমর্থকরা প্রকাশ্যেই বিদ্রোহ ঘোষণা করেছেন। সিঙ্গুরে রাজনৈতিক ডিগবাজি খেয়ে সদ্য দলে আসা ‘দলবদলু’ রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে প্রার্থী করায় ক্ষোভে ফেটে পড়েছেন বিজেপি কর্মীরা। পাশাপাশি একাধিক অভিযোগে অভিযুক্ত আর এক ‘দলবদলু’ বিধায়ক প্রবীর ঘোষালকে উত্তরপাড়ায় দলীয় প্রার্থী করার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন গতবার উত্তরপাড়া বিধানসভা আসনে বিজেপি প্রার্থী কৃষ্ণা ভট্টাচার্য। সরাসরিই তিনি বলেছেন, ‘যাঁর বিরুদ্ধে ভূরি ভূরি দুর্নীতির অভিযোগ, তাঁকে কী করে দল প্রার্থী করে? বিজেপি কি দান ছত্র খুলে বসে রয়েছে?’ দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করে ভোটে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোরও ইঙ্গিত দিয়েছেন বিক্ষুব্ধ বিজেপি নেত্রী। শুধু রবীন্দ্রনাথ ভট্টাচার্য কিংবা প্রবীর ঘোষালকে নিয়েই নয়, চুঁচুড়ায় লকেট চট্টোপাধ্যায়কে প্রার্থী করা নিয়ে বিদ্রোহ ঘোষণা করেছেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুবীর নাগ। তৃণমূলের টিকিট না পেয়ে গত কয়েক দিন আগেই বিজেপির পতাকা হাতে নিয়েছিলেন ‘দলবদলু’ সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। প্রায় নব্বইয়ের কোঠায় পৌঁছে যাওয়া বিধায়ককে দলে নিলেও প্রার্থী করা হবে না বলেই বিশ্বাস ছিল স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের। কেননা, গত লোকসভা ভোটে রবীন্দ্রনাথকে ছাড়াই সিঙ্গুরে দলীয় প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে লিড দিয়েছিলেন তাঁরা। কিন্তু রবিবার দুপুরে অশক্ত শরীরের রবীন্দ্রনাথ ভট্টাচার্যের নাম ঘোষণা হওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেতা-কর্মীরা।