আজ জঙ্গলমহলে জোড়া সভা অমিত শাহর ৷ ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর এই প্রথমবার রাজ্য অমিত শাহ ৷ আর শুরুতেই নজরে জঙ্গলমহল ৷ আজ সকাল প্রায় ১১টা নাগাদ ঝাড়গ্রামের সার্কাস মাঠে পৌঁছানোর কথা ছিল শাহর ৷ হেলিকপ্টারে যান্ত্রিক গোলযোগ ৷ তাই ঝাড়গ্রামের সভায় সশরীরে উপস্থিত থাকতে পারছেন না অমিত শাহ ৷ ঝাড়গ্রামবাসীর জন্য ভার্চুয়ালি বক্তৃতা রাখলেন অমিত শাহ ৷ যদিও রাজনৈতিক মহলের ধারনা সভায় লোক হয়নি বলেই তিনি ভার্চুয়ালি বক্তৃতা দিয়েছেন! এর আগেও নাড্ডার সভায় লোক হয়নি বলে সভা না করে চলে আসেন তিনি। তাই প্রশ্ন উঠছেই ! এছাড়া রাজনৈতিক মহলও বলছে, শাহের যদি সত্যিই সভা করার ইচ্ছা থাকতো ঝাড়গ্রামে তাহলে তিনি সড়কপথেই সেখানে চলে যেতেন। হেলিকপ্টার বিভ্রাট তুলে ধরে সভায় হাজিরা এড়াতেন না। মমতা ভাঙা পা নিয়ে কলকাতা থেকে দূর্গাপুর হয়ে পুরুলিয়া চলে গেলেন, আর অমিত শাহ খড়গপুর থেকে ঝাড়গ্রামে যেতে পারলেন না! আসলে সভায় লোক না হওয়ার জন্যই সভায় হাজিরা এড়িয়েছেন অমিত। জে পি নাড্ডাকে যেভাবে ঝাড়গ্রামের সভায় এসেও সভা না করেই ফিরতে হয়েছিল লোক না হওয়ার জন্য, সেই ঘটনার পুনঃরাবৃত্তি এদিন আর ঘটাতে চাননি অমিত শাহ। তাই বেশ সুকৌশলে হেলিকপ্টার বিভ্রাটকে সামনে রেখে ঝাড়গ্রামের সভা এড়িয়ে গেলেন শাহ। যদিও তাতে বিজেপির লাভ কিছুই হয়নি। বরঞ্চ বেআব্রু হল জঙ্গলমহল তথা বাংলায় বিজেপির বর্তমান দুর্দশা। তৃণমূলও তাই এদিন দিয়েছে খোঁচা বিজেপিকে।