বিনোদন

গ্র্যামির মঞ্চে ইতিহাস সৃষ্টি করলেন বিয়ন্সে এবং টেলর সুইফ্ট

এবারের গ্র্যামির মঞ্চে ইতিহাস সৃষ্টি করলেন দুই নারী। মহিলা সঙ্গীতশিল্পী হিসেবে রেকর্ড সৃষ্টি করলেন বিয়ন্সে এবং টেলর সুইফ্ট। মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি গ্র্যামি সম্মানের অধিকারী হয়ে ইতিহাস সৃষ্টি করলেন বিয়ন্সে। অন্যদিকে এই প্রথম কোনও মহিলা সঙ্গীতশিল্পী হয়ে তিন বার ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ অর্থাৎ শ্রেষ্ঠ অ্যালবামের সম্মান ছিনিয়ে নিলেন টেলর সুইফ্ট। তাঁর অ্যালবাম ‘ফোকলোর’-এর জন্য এই সম্মানে ভূষিত হলেন টেলর। তবে শুধু বিয়ন্সে অথবা টেলর নন, গ্র্যামি ২০২১-এ চমকে দিয়েছেন ২৬ বছর বয়সী অ্যামেরিকান র‍্যাপান মেগান দি স্ট্যালিয়ন। ২০২১ গ্র্যামির মঞ্চে তাঁর প্রাপ্ত পুরস্কারের সংখ্যা তিন। তাঁর ঝুলিতে রয়েছে শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ র‍্যাপ সঙ্গীত এবং শ্রেষ্ঠ র‍্যাপ পারফরমেন্সের সম্মান। সোমবারই অনুষ্ঠিত হল ৬৩ তম গ্র্যামি অ্যাওয়ার্ড। ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু হয় অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কমেডিয়ান ট্রেভর নোয়া।