জেলা

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীপদ বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে শুভেন্দু অধিকারী

আপাতত পদক্ষেপ নিস্ফলাই

নন্দীগ্রাম বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীপদ বাতিলের দাবি তুললেন শুভেন্দু অধিকারী ৷ ওই আসনে বিজেপির প্রার্থী শুভেন্দু এই দাবিতে ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা দিয়েছেন ৷ তাঁর দাবি, নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামায় তথ্য গোপন করেছেন মমতা ৷ তাই তৃণমূল নেত্রীর প্রার্থীপদ বাতিল করতে হবে ৷ এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম সবচেয়ে চর্চিত আসন ৷ কারণ, সেখানে এককালের দুই সতীর্থ মুখোমুখি লড়াইয়ে নেমেছেন ৷ একদিকে মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অন্যদিকে রয়েছেন শুভেন্দু অধিকারী ৷ যুযুধান দুই পক্ষেই একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ ৷ এই পরিস্থিতিতে শুভেন্দুর এই অভিযোগের পর নন্দীগ্রাম তথা গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে লড়াই অন্যমাত্রা পেয়ে গেল ৷ এই অভিযোগের প্রেক্ষিতে কমিশনের অবস্থান কী হয়, এখন সেটাই দেখার ৷উল্লেখ্য, গত বুধবার মনোনয় পেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মনোনয়নের সময় তিনি নির্বাচন কমিশনে যে হলফনামা পেশ করেছেন, তাতে দেখা যাচ্ছে যে তাঁর বিরুদ্ধে কোনও মামলা নেই ৷ আর এই নিয়েই তথ্য গোপন করার অভিযোগ তুলেছেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী ৷ নন্দীগ্রাম বিধানসভা আসনের রিটার্নিং অফিসারকে দেওয়া চিঠিতে শুভেন্দু লিখেছেন, নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে চলা মামলাগুলির কথা উল্লেখ করেননি ৷ এর তিনি ৬টি মামলার কথা উল্লেখও করেছেন ৷ দেখা যাচ্ছে এই মামলাগুলির মধ্যে ৬টি দায়ের হয়েছে অসমের পাঁচটি থানায় ৷ আর একটি কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দায়ের করেছে ৷