অবস্থা খারাপ হলে তৃণমূলের সঙ্গে সরকার গড়তে হাত বাড়াবে কংগ্রেস। বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরীর বক্তব্য জল্পনা তুঙ্গে। কিছুদিন আগেই সংযুক্ত মোর্চার ব্রিগেডে প্রসঙ্গটা নিজেই তুলেছিলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বলেছিলেন অনেকে জিজ্ঞেস করছে, ভোটের পর যদি দেখা যায় বাংলায় ত্রিশঙ্কু হচ্ছে তাহলে আমরা কী করব? নিজেই জবাব দিয়ে সীতারাম বলেছিলেন, আমরা কী করব সেটা পরের কথা, তেমন হলে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই বিজেপির কোলে ঝাঁপিয়ে পড়ছেন! কিন্তু মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালুবাবুর মন্তব্যে তোলপাড় পড়ে গিয়েছে মালদহে। ডালুবাবুর সাফ কথা, তেমন পরিস্থিতি হলে তৃণমূলকে সমর্থন করবে কংগ্রেস। মালদার দাপুটে কংগ্রেস নেতা আবু হাসেম খানের মন্তব্য শুরু হয়েছে বিতর্ক। আইএসএফ-এর কারিগর আব্বাস সিদ্দিকির সঙ্গে জোটে বেজায় চটেছেন আবু হাসেম খান চৌধুরী। যার প্রতিক্রিয়ায় তিনি জানান, ‘কংগ্রেস আব্বাস সিদ্দিকির হাত ধরেনি। খারাপ ফলের ভয়ে ওদের হাত ধরেছে বামেরা। আমরা এটা পছন্দ করিনি। তবে ভোট-পরবর্তী সময়ে পরিস্থিতি তেমন দাঁড়ালে কংগ্রেস তৃণমূলকে সমর্থন করবে।’