মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন বাতিলের আবেদন খারিজ হলেও আদালতের শুনানিতে ফের অস্বস্তি নন্দীগ্রাম তৃণমূলে। এবার নন্দীগ্রাম জমি আন্দোলনের মামলায় নতুন মোড়। গ্রেফতা হতে পারেন মমতার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের। পাশাপাশি বেশ কিছু তৃণমূল নেতাও গ্রেফতার হতে পারে। মাত্র বছরখানেক আগেই নন্দীগ্রামে জমি আন্দোলনকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। সেই সময় হলদিয়া মহকুমা আদালতে মোট ৯টি মামলা প্রত্যাহার করা হয়। তার বিরুদ্ধেই বিজেপির জেলা নেতৃত্ব নিলাঞ্জন অধিকারী পাল্টা জনস্বার্থ মামলা হয় হাইকোর্টে। যদিও গত ৫ মার্চ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নতুন করে মামলাগুলি চালুর নির্দেশ দেয়। সেইমতো হলদিয়া আদালতে শুনানি হয়। শুনানিতে অভিযুক্তদের জামিন নাকচ করে গ্রেফতারির নির্দেশ দেয় আদালত। ইতিমধ্যেই অভিযুক্তদের সমন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তালিকায় রয়েছেন আবু তাহের, শেখ সুফিয়ান, স্বদেশ দাসের মত নন্দীগ্রামের প্রথম সারির তৃণমূল নেতারা। শুধু তাই নয়, সেই সময় যে সমস্ত অভিযুক্তদের ফেরার দেখানো হয়েছিল তাদেরও গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।