জঙ্গলমহলের এই মাঠেই বিশাল জনসভা করেছিলেন তৃণমূলে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পালটা মঙ্গলবার সভা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথ । বিজেপির তরফে আগেই দাবি করা হয়েছিল, কোণায় কোণায় ভিড়ে ঠাসা থাকবে ময়দান। কিন্তু ছোট মাঠই এদিন ভরাতে পারল না বিজেপি। কার্যত ফাঁকা মাঠেই হিন্দুত্বের জয়গান করলেন বিজেপির হিন্দুত্বের পোস্টার বয় আদিত্যনাথ। অবশ্য রাজ্যের শাসকদল বিজেপির সমর্থকদের সভায় আসতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিজেপির প্রচারক যোগী আদিত্যনাথ। বিজেপির সভা কার্যত ফ্লপ সভা থেকেই যোগীর দাবি, “২০১৯ সালে আমি পুরুলিয়া এসেছিলাম। সেই সময় আমার হেলিকপ্টার নামতে দেয়নি বাংলার সরকার। ঝাড়খন্ডে নেমে তারপর সড়ক পথে এসে আমি দেখেছি এখানকার মানুষের কত উৎসাহ তাই আমি এবার ঠিক করেছি নির্বাচনী প্রচার পুরুলিয়া থেকে শুরু করব।”প্রচারকদের আসরে নামিয়েও জনসভায় ভিড় জমাতে পারছে না বিজেপি নেতৃত্ব। আর তাতেই অংইত শাহ-জেপি নাড্ডাদের কপালে চিন্তার ভাঁজ ক্রমশ গভীর হচ্ছে। আগেই ঝাড়গ্রামে প্রত্যাশিত ভিড় না হওয়ায় সভা বাতিল করতে হয়েছিল অমিত শাহ-জেপি নাড্ডাদের। আর মঙ্গলবার পুরুলিয়ায় কার্যত ফাঁকা মাঠেই সভা করলেন হিন্দুত্বের পোস্টার বয় তথা যোগী আদিত্যনাথ। মাঠ ফাঁকা থাকার জন্য অবশ্য শাসকদল তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তবে তাঁর সভায় যে ভিড় হয়নি, তা মানতে রাজি নন যোগী। ফাঁকা সভা নিয়ে তাঁর সাফাই,”আমি হেলিকপ্টার থেকে দেখছিলাম এখানকার কার্যকর্তাদের সভায় আসতে দেওয়া হচ্ছে না। তাঁদেরকে বাধা দিচ্ছে বিভিন্ন জায়গায় আটকে দিচ্ছে পুলিশl আমার বিশ্বাস ছিল সেই বাধা ভেঙে সভায় ভিড় হবে। পরে সবাই ভিড় তা প্রমাণ করে দিয়েছে।”