বিধানসভা নির্বাচনের নিরাপত্তা নিয়ে সজাগ কমিশন। এবারে বিধানসভা ভোট অবাধ ও সুষ্ঠুভাবে সম্পাদন করতে গোটা রজ্যের সব কটি বুথ ও পার্শ্ববর্তী এলাকাকে ঘিরে ফেলা হচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে। কমিশন সূত্রে জানা গেছে, সব বুথ এবং বুথের বাইরে ১০০ মিটারের মধ্যে থাকবে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী। প্রতি বুথে থাকবে চারজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ১০০ মিটারের বাইরে থাকবে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য সশস্ত্র পুলিশ। প্রথম দফার নির্বাচনে মাওবাদী অধ্যুষিত এলাকায় বুথে রাখা হচ্ছে বিশেষ সতর্কতা মূলক ব্যবস্থা। সেখানে সব সেক্টর অফিসে থাকবে কেন্দ্রীয় বাহিনী। QRT টিমে থাকবে ৮জন কেন্দ্রীয় বাহিনী আর বাকি রাজ্য স্বশস্ত্র পুলিশ। প্রথম দফার ভোটে নিরাপত্তা নিয়ে বিশেষ নজর কমিশনের বলে খবর মিলেছে নির্বাচন কমিশন সূত্রে। আপাতত ঠিক হয়েছে, প্রতি বিধানসভায় চারটি করে QRT টিম থাকবে। প্রতি টিমে আটজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। এবারই প্রথম সব মহকুমাশাসক ও মহকুমা পুলিশ শাসকের কাছে থাকবে এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী।