এবার রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে আসছেন প্রবীণ রাজনীতিবিদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ পওয়ার। সূত্রের খবর, এপ্রিলের শুরুতেই এরাজ্যের শাসকদলের হয়ে প্রচার করবেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। বাংলায় একাধিক জনসভায় দেখা যেতে পারে তাঁকে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমঞ্চেও থাকতে পারেন পওয়ার। পওয়ারের দল মহারাষ্ট্রে কংগ্রেসের জোটসঙ্গী হলেও এরাজ্যে বিজেপিকে রুখতে তৃণমূলেই আস্থা রেখেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ। মমতার পাশে থেকে বাংলার নির্বাচনে বিজেপিকে হারাতে মরিয়া তিনি। পূর্বঘোষিত সিদ্ধান্ত মতো সংযুক্ত মোর্চার সঙ্গী হিসেবেই বাংলার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিল এনসিপি । কিন্তু শেষপর্যন্ত পওয়ার এরাজ্যে না লড়ে মমতাকে সমর্থনের সিদ্ধান্ত নেন। একইভাবে তেজস্বী যাদবের আরজেডিও বিহারে কংগ্রেসের জোটসঙ্গী হওয়া সত্ত্বেও এরাজ্যে সমর্থন করছে তৃণমূলকে। শোনা যাচ্ছে, পওয়ারের মতো লালুপত্র তেজস্বীও এরাজ্যের ভোটের আগে তৃণমূলের সমর্থনে প্রচারে আসতে পারেন। তবে, তাঁর প্রচার সূচি এখনও স্পষ্ট নয়। এদিকে, কেন্দ্রীয় স্তরের দুই জোটসঙ্গীর এই মমতা-প্রীতিতে অসন্তুষ্ট এরাজ্যের কংগ্রেস নেতৃত্ব। ইতিমধ্যেই তৃণমূলের হয়ে প্রচারে না আসতে অনুরোধ করে শরদ পাওয়ার ও তেজস্বী যাদবকে চিঠি লিখেছেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। মঙ্গলবার ই-মেইল মারফত দুই নেতাকে এই বার্তা পাঠান প্রদীপ। কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, ”আমি শরদ পওয়ার ও তেজস্বী যাদবকে ই-মেল পাঠিয়ে তৃণমূলের হয়ে প্রচারে না নামার জন্য অনুরোধ করেছি।”