ফের একদফা প্রার্থীতালিকা প্রকাশ করল বামফ্রন্ট। এই তালিকায় রয়েছেন মোট ১০ প্রার্থী। এদের মধ্যে একটি আসনে প্রার্থী বদল করা হয়েছে। আজ এক সাংবাদিক বৈঠকে বিবৃতি দিয়ে ওই প্রার্থীতালিকা প্রকাশ করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ঘোষিত আসনগুলির মধ্যে একটি ছাড়া সবকটিতেই লড়াই করবে সিপিএম। একমাত্র উত্তরবঙ্গের ময়নাগুড়ি আসেন লড়াই করবেন আরএসপি প্রার্থী নরেশ চন্দ্র রায়। অন্য়দিকে, অসুস্থতার কারণে বনগাঁ দক্ষিণের প্রার্থী পূর্ব ঘোষিত প্রার্থী প্রীতিকুমার রায় অব্যহতি চান। তাঁর পরিবর্তে ওই আসনে লড়াই করবেন সিসিএম প্রার্থী তপন কুমার বিশ্বাস। শান্তিপুর আসনে এখনও প্রার্থী ঘোষণা হয়নি। তা পরে ঘোষণা করা হবে। তবে লড়াই করবে সিপিএম। লাভপুর আসনে ঘোষিত প্রার্থীর নাম ভুল ছিল। সঠিক নামটি হবে সৈয়দ মাহফুজুল করিম(সিপিএম)। এমনটাই জানানো হয়েছে বামফ্রন্টের তরফে।
এক নজরে দেখে নিন প্রার্থীতালিকা
১. ধুপগুড়ি- ড. প্রদীপ কুমার রায়(সিপিএম)
২. ময়নাগুড়ি-নরেশ চন্দ্র রায়(আরএসপি)
৩. দার্জিলিং-গৌতমরাজ রাই(সিপিএম)
৪. কার্শিয়াং-উত্তম শর্মা( সিপিএম)
৫. সামশেরগঞ্জ-মোদাসসার হোসেন(সিপিএম)
৬. শান্তিপুর-প্রার্থীর নাম পরে ঘোষণা হবে(লড়বেন সিপিএম প্রার্থী)
৭. হরিণঘাটা-অলোকেশ দাস(সিপিএম)
৮. বনগাঁ উত্তর-পীয়ূষ কান্তি সাহা(সিপিএম)
৯. বনগাঁ দক্ষিণ-তাপস কুমার বিশ্বাস(সিপিএম)
১০. উলুবেড়িয়া উত্তর-অশোক দলুই(সিপিএম)
১১. মন্তেশ্বর-অনুপম ঘোষ(সিপিএম)