বাংলার বুকে ভোট এলেই কেন্দ্রীয় গোয়েন্দাদের টনক নড়ে রাজ্যের শাসক দলের নেতাদের বা শাসক দলের ঘনিষ্ঠ ব্যক্তিদের নানা দুর্নীতি কাণ্ডে তলব করার। এবার সেই তালিকায় নাম জড়ালো রাজ্যের বিশিষ্ট পুলিশ আধিকারিক সুরজিত্ কর পুরকায়স্থের। সারদা কাণ্ডে এবার রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা পদে কর্মরত সুরজিত্ কর পুরকায়স্থকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। আর ভোটের মুখে কেন্দ্রীয় আর্থিক সংস্থার এহেন তত্পরতা নিয়ে প্রশ্ন উঠছে রাজ্যের রাজনৈতিক মহলে। সূত্রের খবর, আগামী ২৫শে মার্চ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুরকায়স্থকে। প্রাথমিক ভাবে সারদা কাণ্ডে টাকা পাচার ও লেনদেন নিয়ে তাঁকে প্রশ্ন করতে চান গোয়েন্দারা। এই কেলেঙ্কারিতে আর্থিক তছরূপের বিষয়টি নিয়ে তদন্ত করছে ইডি। কে বা কারা এই লেনদেন থেকে ‘লাভবান’ হয়েছেন তা নিয়েও একাধিক প্রশ্ন রয়েছে গোয়েন্দাদের। অন্যদিকে ডেয়ারি মামলায় আরও এক আইএএস অফিসারকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তর নিয়ে ওই মামলার সূত্রে আইএএস অফিসার বি পি গোপালিকাকে ২৪ মার্চ তলব করা হয়েছে। এদিনই আবার সারদা কাণ্ডেই ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্রের।