বাংলার বুকে ভোট এলেই কেন্দ্রীয় সংস্থাদের টনক নড়ে রাজ্যের শাসক দলের নেতাদের বা শাসক দলের ঘনিষ্ঠ ব্যক্তিদের নানা দুর্নীতি কাণ্ডে তলব করার। আজ সারদাকাণ্ডে ইডির তলব পেয়ে সিজিও কম্প্লেক্স হাজিরা দিলেন তৃণমূলের দুই প্রার্থী। জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিবেক গুপ্ত, কামারহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মদন মিত্র আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মদন মিত্রকে তলব করেছিল। তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছিল। সারদাকাণ্ডের তদন্তের গতি বাড়িয়েছে সিবিআই,ইডি। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি তলব করেছিল তাঁকে। ভোটের মুখে কেন্দ্রীয় আর্থিক সংস্থার এহেন তত্পরতা নিয়ে প্রশ্ন উঠছে রাজ্যের রাজনৈতিক মহলে।