কাটোয়া বিজেপি প্রার্থী শ্যামা মজুমদারের নাম ঘোষণা হওয়ার পরই শহর জুড়ে তাঁর বিরুদ্ধে পোস্টার পড়ল। অভিযোগ, টাকার বিনিময়ে প্রার্থী করা হয়েছে তাঁকে। এছাড়াও কেতুগ্রাম বিধানসভার ব্যক্তিকে কেন কাটোয়ার প্রার্থী করা হল তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। দলীয় কর্মী-সমর্থকদের অভিযোগ, এই প্রার্থী গতবার কংগ্রেস ও সিপিএম জোটের হয়ে দাঁড়িয়েছিলেন। তাই তাঁরা এই প্রার্থীকে মানবেন না। অন্যদিকে, বিজেপি প্রার্থী শ্যামা মজুমদারের দাবি, টাকার কোনও প্রশ্নই নেই। পুরো বিষয়টাই তৃণমূলের চক্রান্ত। এদিনের ঘটনায় কাটোয়ার শাসকদলের প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, তৃণমূল কী করে জানবে যে বিজেপির প্রার্থী হতে গেলে টাকা লাগে। এটা বিজেপি কর্মীরা জানে বলেই তাঁরা পোস্টার দিয়েছে।