এ যেন উল্টো পুরাণ।কালনা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী বিশ্বজিৎ কুণ্ডুকে পছন্দ না হওয়ায় বিজেপি কর্মীদের মধ্যে্ ক্ষোভ। কালনা এলাকার উত্তর গোয়াড়া গ্রামে বিজেপি কর্মী-সমর্থকরা তৃণমূলের পতাকা তুলে নিয়ে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার শুরু করেছেন। প্রসঙ্গত, প্রার্থী ঘোষণার পর থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেছিলেন বিজেপির আদি কর্মীরা। শুক্রবার তা প্রবল আকার নেয় কালনায়। দলবদলু বিশ্বজিৎ কুণ্ডুকে প্রার্থী মানতে পারেননি গেরুয়া শিবিরের বহু কর্মী সমর্থক। কারণ, টেটের মাধ্যমে আত্মীয়-পরিজনদের এবং ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তখন তৃণমূল কংগ্রেসের এই বিধায়কের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার হয়েছিল বিজেপি। আর বিজেপিতে যোগ দিয়ে নিজের সেই কর্মকাণ্ডের কথা সদর্পে স্বীকার করে নিয়েছিলেন। এহেন বিশ্বজিৎবাবুকে প্রার্থী ঘোষণা করতেই ক্ষোভ চরমে ওঠে বিজেপির আদি কর্মীদের। এবারই প্রথম ভোট দেবেন কলেজ পড়ুয়া অভিজিৎ মণ্ডল। বিজেপি এলে চাকরি পাবেন ভেবে গেরুয়া শিবিরের কট্টর সমর্থক হয়ে গিয়েছিলেন। কিন্তু প্রার্থীর নাম ঘোষণা হতেই সব ভাবনা তাঁর উল্টে যায়। বলেন, ‘অনেক আশা নিয়ে বিজেপির অন্ধ সমর্থক ছিলাম। কিন্তু ওই গদ্দারটা হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখে তৃণমূলের ঝান্ডা ধরেছি। আমার মতো অনেকেই এই কাজ করেছে।’ কালনার বিজেপি নেতা ধনঞ্জয় হালদার বলেন, ‘সকলের প্রার্থী পছন্দ নাও হতে পারে। তবে দল যাঁকে টিকিট দিয়েছে, সকলকে তা মান্যতা দিতে হবে। কেউ অন্য দলে গিয়েছেন বলে আমার জানা নেই।’