জেলা

রিকশা চালিয়ে মনোনয়নপত্র দিতে এলেন বলাগড়ের তৃণমূল প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী

 জমা দিলেন বলাগড়ের তৃণমূল প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী ৷ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে রিকশা চালিয়ে মনোনয়ন জমা দিতে এলেন তিনি ৷ তাঁর দাবি মানুষের উৎসাহ তাঁকে আগামী দিনে জয় এনে দেবে । তিনি নিজেকে রিকশাওয়ালা বলেও দাবি করেন ৷ শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের পাশে থাকার কথাও বলেন তিনি ।মনোনয়ন জমা দিতে এসে মনোরঞ্জনবাবু বলেন, ‘‘পেট্রল, ডিজেলের অত্যাধিক দাম বেড়েছে । তাতে মানুষকে সাইকেল রিকশা চালাতে হবে । আর বিজেপি মানুষে-মানুষে বিভেদ সৃষ্টি করছে । প্রচুর টাকা দিয়ে সবকিছু কিনতে চাইছে । সেটার প্রতিবাদ করতে হবে ।’’ বলাগড় বিধানসভা 2019 সালের লোকসভা ভোটের ফলে 34 হাজার ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল । এবার তিনি 35 হাজার ভোটে জিতবেন বলেও দাবি করেন তিনি। বলাগড়ের তৃণমূলের দুই কান্ডারি শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ও অসীম মাঝিকে নিয়ে বৈতরণী পার করতে চান ।