জেলা

‘বাংলায় এখন হুইলচেয়ারে সরকার’, খড়গপুর থেকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপ ঘোষের

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে সভাতে দাঁড়িয়েই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তৃণমূলকে আক্রমণ শানলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এদিন দিলীপবাবু তাঁর সংক্ষিপ্ত ভাষণে বলেন, ‘পাঁচ বছর আগে যখন প্রধানমন্ত্রী খড়্গপুরে এসেছিলেন, তখন বিধানসভায় জায়গা পেতে লড়াই করছিল বিজেপি। আজ নবান্ন দখলের লড়াই লড়ছে বিজেপি। মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলার মানুষ প্রধানমন্ত্রীকে দেখতে চান না। এসে দেখে যান কত হাজার হাজার লোক এসেছেন। আপনি নিজের মুখ দেখাতে পারছেন না, তাই পা দেখাচ্ছেন। রাজ্যের সরকার এখন হুইল চেয়ারে। রাজ্যের মানুষকে কাজের জন্য বাইরে কাজে যেতে হচ্ছে। মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্কুলে গিয়ে মিড ডে মিল খেয়ে চলে আসতে হচ্ছে পড়ুয়াদের। পড়াশোনার ব্যবস্থা নেই। শিল্পকে রাস্তায় এনে দাঁড় করিয়েছেন আপনি। আজ এখানেও ন্যানো তৈরি হতে পারত, লক্ষ লক্ষ মানুষ কাজ পেতে পারতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই ন্যানো আসতে পারেনি বাংলা। নন্দীগ্রাম আপনাকে নবান্নে পৌঁছে দিয়েছিলেন দিদি, এ বার তাঁরাই আপনাকে কালীঘাটে অবসরে পাঠাবেন। বাংলায় পরিবর্তনের জন্য আমাদের ১৪৬ জন প্রাণ দিয়েছেন। আমাকে বিধায়ক করেছিলেন, সাংসদ করেছিলেন। কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল হয়ে গিয়েছে, এ বার ফাইনাল।’