বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত-র মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে সেলফি তুলে সাজার মুখে ৫ সরকারি আধিকারিক। আজ মনোনয়ন পেশের সময় সেলফি, বিতর্কে জড়ালেন অভিনেতা ও বিজেপি-র চণ্ডীতলার বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত । খবরে প্রকাশ, যশ দাশগুপ্ত মনোনয়ন পেশের সময় নির্বাচন দফতরের ৫ কর্মী তাঁর সঙ্গে সেলফি তুলতে চাম। তাতে রাজি হয়ে যান বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত। সেলফি তোলেন তাঁরা। তারপর এই ঘটনা জানাজানি হতেই নির্বাচন কমিশনে নালিশ করে করে তৃণমূল । তৃণমূলের অভিযোগ পাওয়ার পরই ৫ জন সরকারি আধিকারিককে তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় । এই প্রসঙ্গে তৃণমূলের তরফে জানানো হয়েছে, এটি নিয়ম বহির্ভূত কাজ। আদর্শ আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। অন্যান্য দলের ক্ষেত্রে মনোনয়নের সময় প্রার্থীর সঙ্গে ২ জনের বেশি লোককে ঢুকতে দিচ্ছেন না আধিকারিকরা। এটাই নির্বাচন কমিশনের নিয়ম এবার করোনার সংক্রমণ রুখতে এই নিয়ম কঠোরভাবে কার্যকর করতে কমিশন নির্দেশ দিয়েছে। অথচ যশ দাশগুপ্ত-র সঙ্গে সেলফি তুলেছেন সরকারি আধিকারিকরা। তারা নির্বাচন কমিশনের হয়ে কাজ করছেন। তাই আমরা অভিযোগ করেছি নির্বাচন আধিকারিকরা পক্ষপাতিত্ব করছে। তবে এই ঘটনাকে নিছক সেলেব পুলারিটি বলে উড়িয়ে দিচ্ছে বিজেপি ।