কলকাতা

নির্বাচন কমিশনের নির্দেশে পদ খোয়াচ্ছেন ফিরহাদরা

পুর প্রশাসক পদ থেকে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বদের সরানোর নির্দেশ

বঙ্গ বিজেপির দাবি মেনে রাজ্যে প্রথম দফার ভোটের আগেই কলকাতা সহ ১১২ টি পুরসভার প্রশাসক পদ থেকে রাজনৈতিক ব্যক্তিদের সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন।  কমিশনের নির্দেশ বলবৎ হচ্ছে, রাজ্যের পাঁচটি পুরনিগমে – কলকাতা, আসানসোল, বিধাননগর, চন্দননগর ও শিলিগুড়ির ক্ষেত্রে ৷ এই পুরনিগমগুলির মুখ্য প্রশাসক ও প্রশাসক মণ্ডলীর সব রাজনৈতিক সদস্যদের সরানোর কথা বলা হয়েছে ৷রা জনৈতিক ব্যক্তিদের সরিয়ে সেখানে সরকারি আধিকারিকদের বসাতে হবে বলে শনিবার রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সোমবার সকাল ১০টার মধ্যে ওই নির্দেশ কার্যকর করে কমিশনকে রিপোর্ট দিতেও বলা হয়েছে।পুর প্রশাসকের পদ থেকে ফিরহাদ হাকিম সহ ৫ জনকে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। তালিকায় ফিরহাদ হাকিম ছাড়াও রয়েছেন অতীন ঘোষ,দেবব্রত মজুমদার, তাপস চট্টোপাধ্যায়,অশোক ভট্টাচার্য, তারক সিং এবং বৈশ্বানর চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।  রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা হওয়ার পরেই কলকাতা পুরনিগম সহ ১১২টি পুরসভার প্রশাসকের পদ থেকে তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীদের সরিয়ে দেওয়ার জন্য বঙ্গ বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আর্জি জানানো হয়েছিল। বিজেপি নেতাদের অভিযোগ ছিল, পুর প্রশাসকের পদে থাকা তৃণমূল নেতা-নেত্রীরা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে ভোটে শাসকদলকে জেতাতে আসরে নেমেছেন। ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছেন।