শেষ ১৩টি বিধানসভা কেন্দ্রেও প্রার্থী ঘোষণা করল বিজেপি ৷ আজ দিল্লি থেকে ঘোষণা হল শেষ প্রার্থী তালিকা । জল্পনার অবসান। এই তালিকায় নাম নেই মিঠুন চক্রবর্তীর ৷ দক্ষিণ কলকাতার রাসবিহারী বিধানসভা কেন্দ্রে কর্নেল সুব্রত সাহাকে বিজেপি শেষ পর্যন্ত প্রার্থী হিসাবে বেছে নিয়েছে । উত্তর কলকাতার কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে প্রার্থী হচ্ছে শিবাজী সিংহরায়, তিনি উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি । মধ্য কলকাতার চৌরঙ্গিতে বিজেপির টিকিটে লড়বেন দেবব্রত মাঝি । গাইঘাটায় শান্তনু ঠাকুরের ভাই সুব্রত ঠাকুরকে প্রার্থী করা হয়েছে । উল্লেখযোগ্যভাবে বাগদার বিধায়ক দুলাল বরকে টিকিট দেওয়া হয়নি । এই কেন্দ্রে টিকিট দেওয়া হয়েছে বিশ্বজিৎ দাসকে । বনগাঁ উত্তরে অশোক কীর্তনিয়া, করণদিঘিতে সুভাষ সিংহ, ইটাহারে অশোক কুমার কুণ্ডুকে প্রার্থী করেছে বিজেপি। পাহাড়ের 3টি কেন্দ্রেও প্রার্থী তালিকা ঘোষণা করেছে গেরুয়া শিবির । দার্জিলিঙে বিজেপি প্রার্থী হয়েছেন নীরজ তোমরাং জিম্বা, কালিম্পঙে শুভা প্রধান ও কার্শিয়াঙে বিষ্ণু পদ শর্মাকে বিজেপি প্রার্থী করা হয়েছে । তবে প্রার্থী তালিকা নিয়ে এখনও অসন্তোষ অব্যাহত বিজেপির অন্দরে ৷ বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ ৷