জোরকদমে চলছে রাজনৈতিক দলগুলির প্রচার অভিযান । কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ । দেওয়াল লিখন থেকে ফ্লেক্স কিংবা গান ও জনসভায় বাক-বিতণ্ডা সবেতেই রয়েছে একে অপরকে টেক্কা দেওয়ার পালা । তৃণমূল কংগ্রেসের খেলা হবে স্লোগান হোক বা সিপিআইএমের টুম্পা গানের প্যারোডি হোক বা বিজেপির পিসি যাও গানের স্লোগান । সবেতেই রয়েছে একে অপরকে কটূক্তির পালা । আর এবার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস একটি অভিনব প্রচার সামনে নিয়ে এলো । তারা প্রচারের জন্য একটি ভিডিও পোস্ট করেছে । তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করা হয় । যেখানে দেখা যাচ্ছে, ভিডিওটি তৈরি করা হয়েছে বহু বছর আগের ‘সুপার মারিও’ ভিডিও গেমের আদলে। তবে এখানে সুপার মারিও নেই, আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ভিডিও-তে দেখা যাচ্ছে তিনি সমস্ত বাধা টপকে, রাজ্যের উন্নয়নের উপর ভর করে ফের তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরছেন । ভিডিওটির সাথে ছড়ার সাথে কিছু স্লোগান ক্যাপশনও দেওয়া হয় । ভিডিওটির আবহ সংগীত একেবারে পুরোনো ভিডিও গেম সুপার মারিও গেমের মতোই রাখা হয়েছে। এমনকী অ্যানিমেশনটিও একইরকম। শুধু মারিওর জায়গায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে তৃণমূল কংগ্রেসের প্রকাশিত ১ মিনিট ২৯ সেকেন্ডের ভিডিওটির একটি দৃশ্যে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তাদেরই বাধা টপকে একের পর এক মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজকে সাথী করে এগিয়ে চলছেন । উন্নয়নমূলক প্রকল্পগুলির মধ্যে রয়েছে সবুজশ্রী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী ইত্যাদি । ১ মিনিট ২৯ সেকেন্ডের এই ভিডিওতে উন্নয়নমূলক প্রকল্পের উপর ভর করে ফের নীলবাড়ির চেয়ারে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।