দেশ

১ এপ্রিল থেকে চালু নয়া টিকা বিধি, ৪৫ বছরের ঊর্ধ্বে সকলকে করোনা ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের

করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য নয়া সিদ্ধান্ত কেন্দ্রের। আগামী ১ এপ্রিল থেকে  ৪৫ বছরের ঊর্ধ্বে সকলকে দেওয়া হবে ভ্যাকসিন। মঙ্গলবার, ক্যাবিনেট বৈঠকের পর এই গণটিকরণের কথা জানিয়েছেন  প্রকাশ জাভড়েকর।  ৪৫ বছর বয়সী ও ৪৫ বছর ঊর্ধ্বতদের দেওয়া হবে ভ্যাকসিন। সেকেন্ড ওয়েভকে আটকাতেই মূলত এই সিদ্ধান্ত। অতি দ্রুত ভ্যাকসিন নেওয়ার পরামর্শ কেন্দ্রের। দেশের হাতে রয়েছে প্রর্যাপ্ত ভ্যাকসিন। বৈজ্ঞানিক ও বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন  যত দ্রুত সম্ভব ভ্যাকসিন প্রক্রিয়া ৪৫ বছর থেকে শুরু করা উচিত। সেই পরামর্শকেই সম্মতি দিয়েছে কেন্দ্র।  দেশে করোনার টিকাকরণের বয়সসীমা পরিবর্তন নিয়ে বড় সিদ্ধান্ত মোদির ক্যাবিনেটের। কোভিড টিকাকরণের জন্য এতদিন ৬০ বছরে ঊর্ধতন ও ৪৫ বছরের ঊর্ধ্বে কোমর্বডিটি রোগীদের দেওয়া হচ্ছিল। ১ এপ্রিল থেকে ৪৫ বছরের বেশি বয়সী যে কেউ টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারেন।