এবার খোদ নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো। প্রার্থীর মনোনয়ন বাতিল প্রসঙ্গে এবার মুখ খুলে তীব্র ভাষায় আক্রমণ শানালেন তিনি। কাশীপুরের জনসভা মমতা বলেন, ‘জয়পুরে আমাদের প্রার্থীর মনোনয়ন বাতিল করে দিল। ছোট ভুলে বড় মাশুল। এরকম এই প্রথম দেখলাম, মনোনয়নে একটা ছোট্ট ভুলের জন্য প্রার্থীপদই বাতিল হয়ে গেল!।” এরপরই তাঁর বার্তা, ‘ওখানে যে নির্দল প্রার্থী লড়ছেন, দিব্যজ্যোতি সিং দেও, ওকে আমরা সমর্থন দেব। আপনারা ওকে ভোটে জেতান। উনি জিতলে তৃণমূলে যোগ দেবেন।’ এরপরই তাঁর বার্তা, ”ওখানে যে নির্দল প্রার্থী লড়ছেন, দিব্যজ্যোতি সিং দেও, ওকে আমরা সমর্থন দেব। আপনারা ওকে ভোটে জেতান। ও জিতলে তৃণমূলে যোগ দেবে।” আর মঙ্গলবার কাশীপুর বিধানসভা কেন্দ্রে জনসভা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও একই কথা বলেন। কার্যত নির্বাচন কমিশনকে তোপ দেগেই তিনি কিছুটা বিস্ময় প্রকাশ করলেন মনোনয়নে একটা ছোট্ট ভুলের জন্য প্রার্থীপদই বাতিল হয়ে গেল! এই অভিজ্ঞতা আগে কখনও হয়নি বলেও মন্তব্য তাঁর।এর পাশাপাশি, বিজেপির থেকে সাবধান থাকতেও সতর্কবাণী দেন মমতা। তাঁর কথায়, “বিরিয়ানি থেকে চায়ে ঘুমের ওষুধ মিলিয়ে দিতে পারে! তাই বিজেপি-র হাতের খাবার খাবেন না।” এমনকি এদিন তৃণমূল নেত্রী আশঙ্কাপ্রকাশ করেন, যাঁরা কর্মসূত্রে ভিন রাজ্য়ে রয়েছেন, ভোটার তালিকা থেকে বিজেপি তাঁদের নাম কেটে দিতে পারে। তাই ভোট দেওয়ার জন্য তাঁদের রাজ্যে আসার আহ্বান জানান তৃণমূল নেত্রী। আশ্বাস দেন, “সবাইকে ফিরতে বলুন। চাকরির অভাব হবে না। আমি ব্যবস্থা করে দেব।”