কলকাতা

মহাসমারহে পালিত হল কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী

কলকাতাঃ আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী। আজ রাজারহাটে নজরুল তীর্থে নানা বিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্রোহী কবির জন্ম বার্ষিকী মহাসমারহে পালিত হল।  মেয়র ফিরহাদ হাকিম পুষ্প প্রদানের মাধ্যমে  শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপণ করেন। এদিন ফিরহাদ  হাকিম বলেন, “আমরা ভুলে যাচ্ছি নজরুল ইসলামের সেই কবিতা, এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান । আমাদের অস্তিত্বটা হারিয়ে যাচ্ছে । আমরা হাতড়াচ্ছি । বাংলার সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরে তিনি এও বলেন, আমাদের রবীন্দ্রনাথ, কাজি নজরুল ইসলাম আছেন । তাঁরা রয়েছেন বলেই আমরা বিশ্বের কাছে গর্ব করতে পারি । তিনি আরও বলেন, “আজকে বাংলার সংস্কৃতির উপর আঘাত আসছে । আমরা অনেকেই ভুলে যাচ্ছি বিদ্যাসাগর না থাকলে বর্ণপরিচয় পড়তে পারতাম না । আমরা ভুলে যাচ্ছি বিবিধের মাঝে মিলন মহান। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি জয় গোস্বামী, মন্ত্রী ইন্দ্রনীল, দেবার্শীষ সেন সহ আরও অনেকে। এদিন বুদ্ধদেব দাশগুপ্ত রবীন্দ্র স্মৃতি পুরষ্কারে ভূষিত করা হয়। এছাড়াও সরকারের পক্ষ থেকে লোকসংগীত শিল্পী মনসুর ফকিরকে নজরুল স্মৃতি পুরস্কার প্রদান করা হয় ।