আশঙ্কা ছিল আর সেটাই সত্যি হল। ভোট মিটতেই ছত্রধর মাহাতোকে বাড়ি থেকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ ৷ জানা গিয়েছে, ২০০৯ সালে প্রবীর মাহাতো খুন ও রাজধানী এক্সপ্রেস পণবন্দি করার ঘটনায় গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা৷ রবিবার ভোর ৩টে ২৫ নাগাদ ৪০ জনের একটি টিম লালগড়ের আমলিয়া গ্রামের বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে যায় ৷ সূত্রে খবর, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে কোনও গ্রেফতারি পরোয়ানা জারি না করেই আচমকাই গ্রেফতার করা হয়েছে। এমনকি আদালতের স্পষ্ট নির্দেশ ছিল এই মুহুর্তে ছত্রধরকে গ্রেফতার করা যাবে না তবে তাঁকে সপ্তাহে প্রতি সোম , বুধ ও শুক্রবার কলকাতায় এনআইএ-এর কার্যালয়ে হাজিরা দিতে হবে। সেইমতো গত শুক্রবার কলকাতায় হাজিরা দেন ছত্রধর। তাকে টানা পাঁচ ঘণ্টা জেরা করার পর আজ আচমকা গ্রেফতারে রাজনৈতিক অভিসন্ধি দেখছে রাজনৈতিক মহল। জঙ্গলমহলে ভোটের সন্ত্রাস করা ও বিশেষ একটি রাজনৈতিক দলকে সুবিধা করে দেওয়ার জন্যই কি এই গ্রেফতারি? প্রশ্ন উঠেছে নানা মহলে। আচমকা গ্রেফতারি নিয়ে নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। ছত্রধর মাহাতোর বাড়ির তরফে স্পষ্ট দাবি, এনআইএ-এর তরফে কোনও কেস নম্বর দিতে পারেনি, ভোরবেলায় বাড়ির দরজা ভেঙে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ৪০ জন অফিসার। সূত্রের খবর, আজ দুপুরের মধ্যেই কলকাতার এনআইএ-এর বিশেষ আদালতে পেশ করা হতে পারে বলে জানা গিয়েছে।