মহারাষ্ট্রে করোনা সংক্রমণ দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর জেরে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে লকডাউনের হুঁশিয়ারি দিলেন। গতমাসেই উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তিনি লকডাউন না চাইলেও তাঁকে বাধ্য করা হচ্ছে। রবিবার তিনি বলেন, “রাজ্যে কোভিডবিধি অনুসরণ করা হচ্ছে না। লকডাউনের জন্য প্রস্তুত হন।” গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজারেরও বেশি মানুষ, যা গোটা দেশে মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি। এদিন করোনার টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের বাড়ন্ত আক্রান্তের সংখ্যা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, “পরিস্থিতি এভাবেই এগোতে থাকলে রাজ্যে বড় স্বাস্থ্য সঙ্কট দেখা দিতে পারে। একইসঙ্গে করোনা সংক্রমণের কারণে মৃতের সংখ্যাও বৃদ্ধি পেতে পারে।”