জেলা

ভোটের আগেই বারুইপুর থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৫

বারুইপুরে থেকে অস্ত্র-সহ পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বারুইপুর পুলিশ জেলার কুলতলিতে হদিস মিলল অস্ত্র কারখানার ৷ একইসঙ্গে নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহে উদ্ধার হল বোমা । এই দু’টি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে । প্রশাসনের অনুমান, নির্বাচনের আগে এলাকায় অশান্তি তৈরি করতেই এই সমস্ত আগ্নেয়াস্ত্র এবং বোমা মজুত করা হচ্ছিল । দু’টি ঘটনারই তদন্ত শুরু করেছে বারাইপুর জেলা পুলিশ । গোপন সুত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে কুলতলি থানার পুলিশ অস্ত্র তৈরির কারখানার হদিস পায় । ঘটনাস্থল থেকে উদ্ধার হয় দুটি ওয়ান শাটার পাইপগান, একটি সিক্স চেম্বার বন্দুক, দুটি লং পাইপগান ও অনান্য অস্ত্র তৈরির সরঞ্জাম । আসমত মণ্ডল নামে এক অস্ত্রকারবারীকেও গ্রেফতার করে কুলতলি থানার পুলিশ । বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও কুলতলি থানার পুলিশের যৌথ অভিযানে এই অস্ত্র কারখানার হাদিস মেলে । ধৃতকে আজ বারুইপুর আদালতে তোলা হয়েছে ।