সল্টলেক সেন্ট্রাল পার্কের কাছে লাগা সেই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায় ৫০টি ঝুপড়ি। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। দমকলের ৭টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে অনুমান গ্যাস লিক করেই প্রথমে একটি ঝুপড়িতে আগুন লাগে। কিন্তু আশেপাশের বেশ কিছু ঝুপড়িতে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকল ঘটনাস্থলে আসার আগেই কার্যত ৫০টি ঝুপড়ি আগুনের গ্রাসে চলে যায়।ইতিমধ্যে দমকলমন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে পৌছে গেছেন। তিবি জানান,, ‘এখনো কোনও হতাহহাতের খবর পাওয়া যায়নি। তবে আর্থিক অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া কতগুলি ঝুপড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে তা আমরা দেখে নিচ্ছি’।